ভোটের মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের জয়জয়কার

আগের সংবাদ

কেমন হবে ‘স্মার্ট’ মন্ত্রিসভা

পরের সংবাদ

সুনামগঞ্জ-৫ : চতুর্থবারের মতো নির্বাচিত মুহিবুর রহমান মানিক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহিবুর রহমান মানিক টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪০৩টি। আর স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮৮৮টি। ছাতকে ভোট কাস্ট হয়েছে ৪৭ দশমিক ৪২ শতাংশ। দোয়ারাবাজারে ৩৯ দশমিক ১২ শতাংশ। বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।
মুহিবুর রহমান মানিক ২৭ হাজার ৫১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট প্রতিদ্ব›দ্বী ছিলেন ৯ জন। তার মধ্যে জামানত হারিয়েছেন ৭ জন। তাদের মধ্যে জাতীয় পার্টির নাজমুল হুদা হিমেল ৮২২, গণফোরামের আইয়ুব কমর আলী ৫৬৯, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ ৩০৬, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক ৫৯, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির আশরাফ হোসেন ৩৬১, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল জলিল ১৬৪ ও জেপির মনির উদ্দিন ২০৪ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়