ভোটের মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের জয়জয়কার

আগের সংবাদ

কেমন হবে ‘স্মার্ট’ মন্ত্রিসভা

পরের সংবাদ

গাইবান্ধা-১ আসন : শামীমকে হারালেন নিগার

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার মো. তারিকুল ইসলাম এ ফল ঘোষণা করেন। নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঢেঁকি প্রতীক) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। তিনি ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়