১০ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার ‘পর্যটক এক্সপ্রেস’

আগের সংবাদ

ফের দেশসেবার সুযোগ দিন

পরের সংবাদ

নতুন রূপে হাজির…

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নতুন সিনেমায় নতুন চরিত্র। যার জন্যই অভিনেতাদের ভিন্ন রূপে হাজির হতে হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য পরিবর্তন করতে তাদের বেশভূষা। বলছি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কথা।
সম্প্রতি ছবিটির শুটিং শুরু হয়েছে এক সময়ের সিনেমার আঁতুড়ঘর খ্যাত চিরচেনা এফডিসিতে। সেখানেই ব্যতিক্রম মেকআপে ধরা দিলেন তিন নায়ক মামনুন ইমন, জয় চৌধুরী ও শিপন মিত্র এবং খলচরিত্রের অভিনয়শিল্পী শিমুল খান। ‘অপারেশন জ্যাকপট’র শুটিং করতে তারা লুঙ্গি পরেছেন।
জানা গেল, কারোরই লুঙ্গি পরার অভ্যাস নেই। হাতেগোনা কয়েকবার পরা হয়েছে। তাই এবার যখন সিনেমার প্রয়োজনে লুঙ্গি পরে সারা দিন অপেক্ষা করতে হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তানসহ আরো কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা।
সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন ঢাকার দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়