১০ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার ‘পর্যটক এক্সপ্রেস’

আগের সংবাদ

ফের দেশসেবার সুযোগ দিন

পরের সংবাদ

আস্ত ‘পুকুরচুরি’

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের বিহারে পুকুর ‘চুরি’র ঘটনা ঘটেছে। এই চুরি কিন্তু প্রবাদ-প্রবচনের ‘পুকুরচুরি’ নয়। আক্ষরিক অর্থেই রাজ্যের দ্বারভাঙায় আস্ত একটি ‘পুকুরচুরি’ হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য দিয়েছে। রাতের অন্ধকারে গোপনে একটি পুকুর ভরাট করা হয়েছে। ভরাটের পর সেখানে রাতারাতি একটি কুঁড়েঘরও তৈরি করেছে তারা। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয়দের দাবি, এটি সরকারি পুকুর। পুকুরটি মাছ চাষসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। তবে দ্বারভাঙা উপজেলার জমির দাম বেড়ে যাওয়ায় এর ওপর নজর দিয়েছে ‘ভূমিদস্যুরা’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়