রাজউক : তথ্য অধিকার আইন ও সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালা

আগের সংবাদ

মাথা নত করি না, তাই চক্রান্ত : নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী > যাদের নর্দমা থেকে তুলে এনেছি, তারা টাকা ছড়াচ্ছে

পরের সংবাদ

‘ভূতপরী’ জয়া

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বছরের শুরুতেই নতুন চমক দিলেন অভিনেত্রী জয়া আহসান। ৯ ফেব্রুয়ারি কলকাতায় পেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভূতপরী’। ছবিটি মুক্তি উপলক্ষে গতকাল জয়া তার ফেসবুকে সিনেমার একটি ভিডিও পোস্টার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, গাছের ডালে পা ঝুলিয়ে বসে পা দুলাচ্ছেন জয়া। তার পেছনে দুটি পরীর মতো ডানা আছে। ভূতের পিঠে কেন পরীর মতো ডানা? ক্যাপশনে পাওয়া গেছে সেই উত্তর। জয়া লিখেছেন, মানুষ মরে ভূত হয়, ভূত মরে কি পরী হয়? বছরের নতুন ভূত, ‘ভূতপরী’। কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস সিনেমাটি প্রযোজনা করেছে। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় রয়েছেন জয়া আহসান। ভূতের ভয় আর রহস্যে মোড়ানো সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই- সৌকর্য ঘোষাল। এখানে জয়ার সহশিল্পী হিসেবে আছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটির গল্প প্রসঙ্গে জয়া বলেছেন, ভূতের আত্মকথন এটি। এক নারী ১৯৪৭ সালে মারা যান। চলতি বছরে এসে (২০১৯) তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন। একই পরিচালকের ‘ওসিডি’ নামের ছবিতেও দেখা যাবে জয়াকে। সেটিও রয়েছে মুক্তির মিছিলে। এর আগেই কলকাতার পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জয়া অভিনয় করেছেন ‘কড়ক সিং’ সিনেমায়। এবার তাকে দেখা যাবে সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’তে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়