রুশ রাষ্ট্রদূত : বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা নয়

আগের সংবাদ

স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থীরা

পরের সংবাদ

৩১ ডিসেম্বর ‘ওমর’র ফার্স্ট লুক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : চুপিসারেই শেষ হলো ‘ওমর’ সিনেমার দৃশ্যধারণ। গত সেপ্টেম্বরে এ ছবির শুটিং শেষ করেছেন জানান মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাতা। ২৫ দিনে পুরো শুটিং শেষ করেছেন। তবে প্রায় এক মাস শুটিং করলেও প্রি-প্রডাকশনে লম্বা সময় নিয়েছিলেন ‘যদি একদিন’ সিনেমার এই পরিচালক। শুটিং নিয়ে পরিচালক রাজ বলেন, শুটিংয়ের বিষয়টি কাউকে জানাব না এটা আগেই ঠিক করেছিলাম। এ কারণে কাউকে কোনো ছবি তুলতে দেয়া হয়নি। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিংও শেষ করেছি। এডিটিং চলছে। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ‘ওমর’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে। এরপর কোনো একটি উৎসবে মুক্তি দেয়ার ইচ্ছা আছে। এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ‘ওমর’র কাস্টিংয়ে চমক রেখেছেন নির্মাতা। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির জন্য বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এতে নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ। আরো থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু। নির্মাতার কথা, ‘ওমর’র গল্প তার আগের সিনেমাগুলো থেকে বাইরের জনরা। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না রাজ। ‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়