রুশ রাষ্ট্রদূত : বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা নয়

আগের সংবাদ

স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থীরা

পরের সংবাদ

শ্রæতি-তাপসীর সিনেম্যাটিক ব্যাটল

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : এ যেন শেয়ানে শেয়ানে টক্কর। একজন দক্ষিণের সেরা তারকা আরেকজন বলিউডের বাদশাহ। বলিউড ইন্ডাস্ট্রির এ বছরের সবচেয়ে বড় সিনেম্যাটিক যুদ্ধ উপভোগ করতে যাচ্ছেন হিন্দি সিনেমার ভক্তরা। আজ ২১ ডিস্বেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘ডানকি’। এর একদিন পরে আসছে ২২ ডিসেম্বর দক্ষিণের সুপার স্টার প্রভাসের ‘সালার : পার্ট ওয়ান সিজফায়ার’। দুটি ছবিই মুক্তি পাবে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। ‘সালার’ বাংলাদেশে আসার খবর না থাকলেও ভারতের সঙ্গে তাল মিলিয়ে আজ থেকেই এ দেশের দর্শকদেরও দেখার সুযোগ পাবে। তবে এজন্য মিলতে হবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র সনদ। পেলে একই দিনে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে। বছর শেষে দুটি সিনেমারই মুখোমুখি টক্কর হবে। ইতোমধ্যেই সিনেমা দুটির অগ্রিম টিকেট অনলাইনে বিক্রিতে ইতিহাস গড়েছে। দুজনই এগিয়ে যাচ্ছে সমানে সমান। এখন দেখার অপেক্ষা, শেষ বাজি কে জিতবেন, শাহরুখ না প্রভাস। তবে এ দুজন ছাড়াও সিনেমায় আরো দুজনের ব্যাটেল দেখার অপেক্ষায় ভক্তরা। তারা দুজন হলেন ডানকি নায়িকা তাপসী পান্নু ও সালার অভিনেত্রী শ্রæতি হাসান। দুজনই সিনেমা দুটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ডানকিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী। প্রথমবার তিনি বলিউড বাদশাহর বিপরীতে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ‘মানু’। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কাজটি সম্পন্ন করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, সিনেমাটি তাপসীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। এ দিকে বিগ বাজেটের সালার সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কামাল কন্যা শ্রæতি হাসান। তার ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা এটি। বছর শেষে তাই নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জে কতটা সফল হতে পারবেন তিনি তা এখন সময়ই বলে দেবে। তার চরিত্রের নাম ‘আয়দা’। রাজকুমার হিরানী পরিচালিত ‘ডানকি’ ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসছেন শাহরুখ আর তাপসী পান্নু। এ ছাড়া এই সিনেমায় বোমান ইরানি মূল চরিত্রে আছেন। ‘ডানকি’ ছবিতে ভিকি কৌশলকে ক্যামিও হিসেবে দেখা যাবে। এদিকে প্রভাসের ‘সালার’ পরিচালনা করেছেন ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়