এসএসসি পরীক্ষার ভুয়া রুটিন ফেসবুকে

আগের সংবাদ

‘খণ্ডিত জাপা’-আ.লীগ জোট না করার অনুরোধ রওশনের : গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অবৈধভাবে নেতৃত্ব দখল করেছে কাদের

পরের সংবাদ

টিকটকারের গল্পে সিনেমা ‘জুয়েল’

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কিউর আসন্ন চলচ্চিত্র ‘জুয়েল’-এর স্বত্ব কিনে নিয়েছে। ‘কিউ’ একজন প্রশংসিত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, যিনি ‘গান্ডু’র মতো ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তার পুরো নাম কৌশিক মুখার্জি। গান্ডুর পর তাসের দেশ, লুডুর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন এই পরিচালক। এবার ভারত-বাংলাদেশের তরুণ সমাজের বর্তমান দৃশ্য ও ইন্টারনেটের প্রসারে সমসাময়িক বাস্তবতা নিয়ে তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘জুয়েল।’ তসভীর ফেস্টিভ্যালের কিউরেটর এবং লুমিনারি পিকচার্স (সিয়াটেল)-এর সিইও রিতা মেহেরের পাশাপাশি চরকিও সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে এই প্রকল্পে যোগ দিয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনে রয়েছে সিনেমাটি। ভারত এবং বাংলাদেশজুড়ে শুট করা এই চলচ্চিত্রটি একজন তরুণ টিকটকারের শূন্য থেকে ভিলেন হওয়ার যাত্রার গল্প বলবে। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক কিউ জানান, ‘জুয়েল’ সীমান্তের দুপাশে বাংলার নি¤œ অংশের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র। এখন তারুণ্যের একটি নতুন ঢেউ তৈরি হয়েছে, যারা নতুন পরিচয় গ্রহণ করছে। বিচ্ছিন্ন দরিদ্রদের প্রাচীন, হিংসাত্মক স্টেরিওটাইপকে অস্বীকার করে নতুন এক তরঙ্গ চলছে তরুণ সমাজে। জুয়েল সেই তরঙ্গের একজন। যদিও জুয়েল নরম, মানবিক এবং দুর্বল প্রকৃতির। পরিচালক আরো বলেন, ‘আমি এই গল্পে সমাজের আসল পরিবর্তনটি অন্বেষণ করতে চেয়েছিলাম, যা বিশ্বের এই অংশে (দক্ষিণ এশিয়া) নতুন এক তরঙ্গ সৃষ্টি করেছে। যেমন কে-পপ উন্মাদনা। জুয়েল আমার সিনেমাটিক প্রক্রিয়ায় একটি নতুন পর্যায় শুরু করবে। উপমহাদেশীয় তরুণরা যে মানসিক ও সামাজিক-সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তার বর্তমান পরিধির প্রতিফলন ঘটবে এই প্রজেক্টে। এই গল্প বলার অন্য প্রধান কারণ হলো সোশ্যাল মিডিয়া কীভাবে তরুণ সমাজের জীবনে বাজে প্রভাব ফেলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়