মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পরিচয় বদল, ৩০ বছর পর গ্রেপ্তার : কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা

আগের সংবাদ

‘স্বতন্ত্র’ নিয়ে নমনীয় আ.লীগ : ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাড়ানো প্রধান টার্গেট > সরকার চায় অংশগ্রহণমূলক নির্বাচন

পরের সংবাদ

রেললাইনের নাটবল্টু খুলে নিল দুষ্কৃতকারীরা : দ্বিতীয় দিনে যাত্রায় বিলম্ব কক্সবাজার এক্সপ্রেসের

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সৈয়দুল কাদের, কক্সবাজার থেকে : দ্বিতীয় দিনে যাত্রায় বিলম্ব ঘটল কক্সবাজার এক্সপ্রেসের। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়াপাড়া এলাকায় নতুন রেলপথের নাটবল্টু খুলে নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কক্সবাজার-ঢাকা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর দ্বিতীয় দিনেই এ ঘটনা ঘটলো।
কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, এ ঘটনার পর রেললাইনের সংস্কারকাজ চলমান থাকায় আধা ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে কক্সবাজার এক্সপ্রেস রওনা দেয়। গতকাল শনিবার সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়াপাড়ায় রেললাইনের বিটের নাটবল্টু খুলে নেয়ার খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সব স্তরে অবহিত করেন। এরপর রেল প্রকৌশলীসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে রেললাইনের খুলে নেয়া নাটবল্টু পুনঃসংযোজনের কাজ শুরু করেন নির্মাণশ্রমিকরা। কাজ শেষ করে ট্রেন চলাচল করার উপযোগী করতে বেলা সাড়ে ১২টা বেজে যায়।
তিনি আরো জানান, রেললাইনের এ ত্রæটিপূর্ণ স্থান দিয়ে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ বেলা সাড়ে ১২টায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। পরে রেললাইন চলাচল উপযোগী হওয়ার পর দুপুর ১টায় কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে এটি নিছক চুরির ঘটনা, নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এ ব্যাপারে রামুর ওসি আবু তাহের বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে রেললাইনের বিটের নাটবল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে। এটি নিছক চুরির ঘটনা নাকি কোনো ধরনের নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়