প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আগের সংবাদ

৩০টি দলের ২৭৪১ জন প্রার্থী : শেষ হলো মনোনয়ন সংগ্রহ ও জমার উৎসব, বিক্রি প্রায় সাড়ে তিন হাজার

পরের সংবাদ

মুক্তিযুদ্ধের গল্পে মৌসুমি-তানভীর

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময়কার একটি গল্পের নাটকে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমি হামিদ ও গোলাম কিবরিয়া তানভীর। নাটকের নাম ‘খেলাঘর’। এ নাটকের মধ্য দিয়ে দুই বছর পর একসঙ্গে কাজ করবেন তারা। ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী। আগামী ৪ ও ৫ ডিসেম্বর নাটকটির শুটিং হবে বলে জানা গেছে। তানভীর জানান, এটি মুক্তিযুদ্ধের সময়কার একটি প্লটের গল্প কিন্তু মুক্তিযুদ্ধের গল্প না। এখন তো আগের মতো সব ধরনের গল্প কিংবা চরিত্রে কাজ করছি না। খুব বেছে বেছে কাজ করছি। এই কাজটিও ভালো হবে আশা করি। অভিনেতা বলেন, মৌসুমির সঙ্গে দুই বছর আগে সর্বশেষ কাজ করেছিলাম। আবারো জুটি হয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। সে খুবই ভালো একজন অভিনেত্রী এবং মানুষও। আমাদের দুজনের বোঝাপড়াও বেশ ভালো। আশা করছি দারুণ একটি কাজ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়