প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আগের সংবাদ

৩০টি দলের ২৭৪১ জন প্রার্থী : শেষ হলো মনোনয়ন সংগ্রহ ও জমার উৎসব, বিক্রি প্রায় সাড়ে তিন হাজার

পরের সংবাদ

বাংলাদেশে আসছে ‘অ্যানিমেল’

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দেশের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বলিউডের আরো একটি সিনেমা। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এবং সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর এ বছর বাংলাদেশে আসছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমাটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। কিবরিয়া লিপু জানান মন্ত্রণালয় থেকে মুক্তির অনুমোদন মিলেছে। এখন বাকি সেন্সর ছাড়পত্র। বৃহস্পতিবারের মধ্যে ছাড়পত্র পেলে তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার তৃতীয় সিনেমা ‘অ্যানিমেল’। এর আগে তিনি তেলুগু ভাষায় ‘অর্জুন রেড্ডি’ ও হিন্দি ভাষায় ‘কবির সিং’ বানিয়েছেন। দুটি সিনেমাই তুমুল সাফল্য পেয়েছে। তাই অ্যানিমেল নিয়েও বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এ প্রত্যাশা বহুগুণে বেড়েছে ট্রেলার প্রকাশের পর। ট্রেলারে হিংস্র লুক আর অ্যাকশনে চমকে দিয়েছেন রণবীর। সেই সঙ্গে অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকা মান্দানাকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’র পর আরো একটি ব্লকবাস্টার দিতে চলেছেন রণবীর। অ্যানিমেল সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে। তাদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে অ্যানিমেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়