ডেঙ্গুতে প্রাণহানি প্রায় ১৬শ, আক্রান্ত ছাড়াল ৩ লাখ

আগের সংবাদ

স্বস্তিতে নেই নৌকার মাঝিরা : ‘ডামি’ প্রার্থীর ছড়াছড়ি, জোট শরিক ও মিত্রদের ছাড়তে হবে ৮০ আসন

পরের সংবাদ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যাদের ঝুলিতে

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ডিজিটাল মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম আসার পর থেকেই বিনোদন জগতের কনটেন্টে যেমন বৈচিত্র্য এসেছে, তেমনি বেরিয়ে এসেছেন নতুন নতুন তারকা।
অভিনেতা-অভিনেত্রী তাদের পারফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিচ্ছেন দর্শক মনে। তাই তো এই মাধ্যমে কাজ করা শিল্পীদের আরো উৎসাহিত ও সম্মানিত করতে অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয় ভারতের জনপ্রিয় সাময়িকী ফিল্মফেয়ার। তারা পৃথকভাবে আয়োজন করে ওটিটি অ্যাওয়ার্ডস। গত রবিবার রাতে ফিল্মফেয়ার ওটিটির বর্ণাঢ্য আয়োজনে বলিউড তারকাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সবার আগে আসে আলিয়া ভাটের নাম। এক যুগের ক্যারিয়ারে তিনি এরই মধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক যুগের ক্যারিয়ারে আর কোনো নারী তারকা ৫টি ফিল্মফেয়ার পাননি। আর এবার ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার হাতে নিলেন এই অভিনেত্রী। আলিয়া এ বছরই পেয়েছেন দুটি ফিল্মফেয়ার। ২০২৩ সালের চলচ্চিত্রের সেরা অভিনেত্রী হয়েছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে অভিনয় করে। এবার পেলেন ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর পুরস্কার। নিজের প্রযোজিত প্রথম ওয়েব ফিল্ম ‘ডার্লিংস’-এ অভিনয় করে তিনি পেলেন এই পুরস্কার। একই শাখায় সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আর কারা পেল এই সম্মানজনক পুরস্কার, দেখে নিন এক ঝলকে-

সেরা সিরিজ : স্কুপ
সেরা সিরিজ (সমালোচক) : ট্রায়েল বাই ফায়ার
সেরা পরিচালক (সিরিজ) : বিক্রমাদিত্য মোটওয়ানি (জুবিলি)
সেরা পরিচালক (সমালোচক) : রণদ্বীপ ঝাঁ (খোরা)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : সুবিন্দর ভিকি (খোরা)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ, সমালোচক) : বিজয় ভার্মা (দাহাদ)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়েল বাই ফায়ার)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ, সমালোচক) : সোনাক্ষী সিনহা (দাহাদ) ও কারিশমা তান্না (স্কুপ)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : অভিষেক ব্যানার্জি (দ্য গ্রেট ওয়েডিং অব মুন্নিস)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : মানবী গারো (টিভিএফ ট্রিপলিং)
সেরা পার্শ্ব চরিত্র (ওয়েব সিরিজ) : তিলোত্তমা সোমে (দিল্লি ক্রাইমস সিজন ২)
সেরা নন ফিকশন (অরিজিনাল সিরিজ) : মারতে দম তাক
সেরা ওয়েব ফিল্ম : সিরফ এক বান্দা কাফি হ্যায়
সেরা পরিচালক (ওয়েব ফিল্ম) : অপূর্ব সিং (সিরফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম) : মনোজ বাজপায়ী (সিরফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা, সমালোচক (ওয়েব ফিল্ম) : রাজকুমার রাও (মনিকা ও মাই ডার্লিং)
সেরা অভিনেত্রী, সমালোচক (ওয়েব ফিল্ম) : শর্মিলা ঠাকুর (গুলমহর) ও সানিয়া মালহোত্রা (কাঠাল)
সেরা পার্শ্ব চরিত্র (ওয়েব ফিল্ম) : শেফালী শাহ (ডার্লিং)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়