ডিবিতে অভিনেত্রী তিশার অভিযোগ : লুবাবার অভিযোগকারী আটক

আগের সংবাদ

সমঝোতা হলে পুনঃতফসিল : সুযোগ আছে সংবিধানে > আপত্তি নেই আওয়ামী লীগের > সিদ্ধান্ত নিতে হবে ১০ দিনের মধ্যেই

পরের সংবাদ

কাঠগড়ায় পপ তারকা শাকিরা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : কলম্বিয়ান পপ তারকা শাকিরা স্পেনে কর ফাঁকির মামলায় বিচার এড়াতে পারলেন না। শাকিরার বিরুদ্ধে অভিযোগ হলো ২০১২-২০১৪ সালের মধ্যে স্পেনে বসবাস করার সময় আয়কর বাবদ ১৪.৫ মিলিয়ন ইউরো তিনি ফাঁকি দিয়েছেন। মামলার শুনানি চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ১২টি শুনানিতে শাকিরাকে জেরা করা হতে পারে। বিচারক হোসে ম্যানুয়েল দেল আমো সানচেজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল শাকিরার কর ফাঁকির মামলা শুনবেন।?মামলা চলাকালে ১০০ জনের বেশি সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। অন্যদিকে শাকিরা দাবি করে আসছেন, তার বিরুদ্ধে কর ফাঁকির এ মামলা দায়ের হওয়ার আগে তার কাছে কর অফিসের যা পাওনা ছিল, তা তিনি পরিশোধ করেছিলেন। শাকিরার ভাষ্য, যে সময়ের কর ফাঁকির কথা বলা হচ্ছে, তিনি তখন স্পেনে বসবাস করতেন না। ২০১২ থেকে পরের কয়েক বছর তিনি ‘যাযাবর জীবন’ যাপন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়