বাস মালিক সমিতি বিএনপির অবরোধ মানবে না

আগের সংবাদ

দিনক্ষণ ঘোষণার অপেক্ষা : নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে কালই, ভোট জানুয়ারির প্রথমার্ধে

পরের সংবাদ

সিনেমায় নজরুলের গান বিকৃতি : দুই বাংলায় প্রতিবাদ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সদ্য প্রকাশিত বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান। ‘কারার ঐ লৌহ কপাট’-এর কথা ঠিক রেখে মূল গানের সুর পুরোটাই বাদর দিয়ে নিজের মতো সাজানো হয়েছে। আর এই কর্মের কারিগর অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। বিকৃতির অভিযোগে বিতর্কের মুখে তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃত করা নিয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনে কবি পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কবির নাতনি মিষ্টি কাজী। তিনি কবির ছেলে কাজী সব্যসাচীর মেয়ে। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে কাজী নজরুল ইসলামের এই গানের বিকৃতির প্রতিবাদ জানিয়ে কবি নজরুল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মিষ্টি কাজী বলেন, ‘আমি পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে যেন একটি কঠিন পদক্ষেপ নেয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সেই পদক্ষেপটি নেন। কারণ, এটা আমাদের জাতীয় কবির গান।’ এ আর রহমান সম্প্রতি রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ ছবির জন্য ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি রিমেক করেন। গানটি ৭ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশ ও ভারতে। তীব্র প্রতিবাদ জানান শিল্পীরা। তাদের অভিযোগ, রিমেক নয়, গানের পুরো সুর বিকৃত করেছেন রহমান। প্রতিবাদ জানিয়েছে, ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও। এই প্রতিবাদ এখনো অব্যাহত আছে। যদিও এ ব্যাপারে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট বা এ আর রহমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়