ডেঙ্গু পরিস্থিতি : ছুটির দিনে রোগী ও মৃত্যু দুইই কম

আগের সংবাদ

কদর বেড়েছে বোমাবাজদের : ২০১৪-১৫ সালের স্টাইলে আগুন-বোমা, পুরনো সন্ত্রাসীরা সক্রিয়, মাঠে নতুন বোমাবাজ

পরের সংবাদ

একাধিক প্লাটফর্মে স্ট্রিমিংয়ের সুবিধা দেবে টুইচ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২৩ , ১:৩২ পূর্বাহ্ণ

স্ট্রিমারদের জন্য নতুন ফিচার চালু করতে যাচ্ছে লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ। এই ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক প্লাটফর্মে স্ট্রিম করার সুযোগ পাবেন। এর আগে টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রস স্ট্রিমিং নির্দেশনা শিথিল করেছিল কোম্পানিটি। নতুন এ ঘোষণা অ্যামাজনের মালিকানাধীন প্লাটফর্মটির জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এ পরিপ্রেক্ষিতে স্ট্রিমারদের জন্য যেকোনো প্লাটফর্মে স্ট্রিমিংয়ের দরজা খুলে গেল। যদিও স্বাভাবিকভাবে টুইচের পদক্ষেপটি বিপরীতমুখী বলে মনে করছেন অনেকে। কারো অভিমত, ব্যবহারকারীদের ভিন্ন প্লাটফর্মে স্ট্রিম করার অনুমতি দিয়ে টুইচ তার নিজস্ব ভিউয়ার বেসকে ক্ষয় করছে। প্রশ্ন আসতে পারে, তাহলে কেন এত বড় পরিবর্তন আনল টুইচ। এ প্রশ্নের উত্তরেও অনেকের ধারণা, লাইভ স্ট্রিমিং খাতে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে এটি একটি ক্যালকুলেটেড রিস্ক বা জেনে বুঝে নেয়া ঝুঁকিরই অংশ। সম্প্রতি লুডভিগের মতো বড় কিছু স্ট্রিমার টুইচ ছেড়ে প্রতিযোগী প্লাটফর্ম ইউটিউবের দিকে ঝুঁকেছে। এ পরিস্থিতিতে নির্মাতাদের স্বাধীনভাবে একাধিক প্লাটফর্মে স্ট্রিম করার প্রস্তাব দিতে পারে টুইচ। বিশেষ করে মধ্যস্তরের নির্মাতাদের, যারা আয়-সংক্রান্ত উদ্বেগের কারণে প্লাটফর্মটি পরিবর্তনের কথা ভাবছে। তবে বিষয়টি বিবেচনা করার আরেকটি দিক রয়েছে। তা হলো একাধিক প্লাটফর্মে স্ট্রিমিংয়ের অনুমতি দিয়ে টুইচ আসলে নিজেদের প্রচারকেই প্রসারিত করছে। কারণ স্ট্রিমাররা বিভিন্ন প্লাটফর্মে তাদের দর্শককে আকৃষ্ট করতে পারে এবং যাতে তাদের অনেকের আবার টুইচে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। সূত্র: গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়