শিক্ষার্থী নির্যাতন : উইলস লিটল স্কুলের অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে সমন জারি

আগের সংবাদ

অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আ.লীগ

পরের সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু : দৃশ্যমান আড়াই কিমি, অগ্রগতি ৭১ শতাংশ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ থেকে : দেশে চলমান মেগা প্রকল্পগুলোর একটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। যমুনায় চলছে এর বিশাল নির্মাণযজ্ঞ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দেশের দীর্ঘতম এই সেতুটির কাজ চলমান রয়েছে। মোট ৫০টি পিয়ার আর ৪৯টি স্প্যানে নির্মিত হবে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেলসেতু। ইতোমধ্যেই ৫০টি পিয়ারের মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে এবং ৪৯টি স্প্যানের মধ্যে দুই পাড়ে বসেছে ২৬টি। এর ফলে দৃশ্যমান হয়েছে প্রায় আড়াই কিলোমিটার। পূর্ব পাড়ের অগ্রগতি বেশি থাকায় বসানো হচ্ছে রেল ট্র্যাক।
সুপারস্ট্রাকচার কাজের ইঞ্জিনিয়ার সালেক ইমাম জানান, টাঙ্গাইল অংশে স্প্যান বসবে ২৬টি এবং সিরাজগঞ্জ অংশে বসবে ২৩টি স্প্যান। এর মধ্যে টাঙ্গাইল অংশে ২৩টি এবং সিরাজগঞ্জ অংশে ৩টি স্প্যান বসানো হয়েছে। খুব দ্রুতই টাঙ্গাইল অংশের সুপারস্ট্র্যাকচারের কাজ শেষ হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, দেশের অন্যতম বৃহৎ এই মেগা প্রকল্পটির সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ। এর মধ্যে টাঙ্গাইল অংশে কাজের অগ্রগতি ৮৪ শতাংশ আর সিরাজগঞ্জ অংশে ৬৩ শতাংশ। দুই পাড়েই রেল স্টেশন এবং প্লাটফর্ম বানানোর কাজও চলমান রয়েছে।
সিরাজগঞ্জ অংশে কাজের ধীরগতি সম্পর্কে তিনি জানান, পশ্চিম পাশের সরঞ্জামের দক্ষতা কিছু কম ছিল এবং গত বর্ষা মৌসুমে যমুনা নদীতে ¯্রােত বেশি থাকায় পশ্চিম পাড়ে দুই থেকে তিন মাস কাজ বন্ধ ছিল। এর ফলে সিরাজগঞ্জ অংশে কাজের অগ্রগতি কিছুটা কম। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে নির্দিষ্ট সময়ের মধ্যেই রেলসেতুর কাজ সম্পন্ন হবে।
২০০৮ সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দিলে কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি।

বর্তমানে প্রতিদিন প্রায় ৩৮টি ট্রেন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে সেতু পার হচ্ছে। রেলসেতুটি চালু হলে ১শ থেকে ১২০ কিমি বেগে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে। রেলসেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়