নার্ভাস নাইনটিতে সবজির দাম

আগের সংবাদ

তৃতীয় শক্তিকে ক্ষমতায় এনে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে

পরের সংবাদ

অভিমানী চাঁদ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তবু ভোর হয়, রোদের ব্যর্থতা নেমে আসে
শালিক ডানায়; পিঁপড়েরা ডিম পাড়ে-
গভীর ছায়া হয়ে দুপুর নামায়-
চারকোণে ঘরবাড়ির ফুল পাতা শাখায়।
জেনে যায় শরৎ- জেনে যায় শিশিরের শরীর,
অনুভবের প্রিয়তম পালক, আলোময় চকচকে চোখ
মানুষের শারদীয়া ঘাটের কিনার।
কী হলুদ চোখ ফোটে কচি ধানখেতে!
তবু হায়! চাঁদবেনে কোথাও নেই, জেনে গেছে চাঁদ।
শুধু এক অভিমানী চাঁদ এসে, ফোটে ভোরবেলা মায়ের মতন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়