নার্ভাস নাইনটিতে সবজির দাম

আগের সংবাদ

তৃতীয় শক্তিকে ক্ষমতায় এনে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে

পরের সংবাদ

ত্রিনয়নী

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ত্রিনয়নে আগুন রাখে, চোখের কোণে জল।
জলের তবু নদী আছে, নদীর আছে তল।

অভিমানী শরৎ রানী, শিউলি ঝরা গান।
গানের তবু ছন্দ আছে সুরের অভিমান।

মন উঠোনে উথালপাথাল, আগমনী দিনে।
দুর্গা রানী, শিব ঘরণী, অসুর নেবে চিনে।

খুশির দেখো জোয়ার আসে, পানসি ভাসাক মন।
কাশের বনে, মাঠের পারে চালতা রঙা বন।

রূপকথাও চুপকথাতে, মন জুড়োবে কই।
আবাহনের সময় বুঝি এগিয়ে এলো ওই।

কান ফুসফুস মন চুপচুপ, কী জানি কী হয়!
ঢাকের কাঠি উঠলো বোলে, দুর্গা মায়ের জয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়