৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : গাইবান্ধায় জি এম কাদের

আগের সংবাদ

শারদীয় দুর্গোৎসব : শুভ চেতনা সঞ্চারিত হোক সবার মনে

পরের সংবাদ

বলিউড তারকাদের দুর্গাপূজা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দুর্গাপূজা হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও বর্তমানে বলিউডে জমজমাটভাবে পালন করা হয়। মুম্বাইয়ে দুর্গাপূজা ঝলমল করে তারকাদের উপস্থিতিতে। সাধারণ মানুষের মতোই বলিউডের তারকারাও বিভিন্ন প্যান্ডেলে দুর্গাপূজা দেখতে বেরিয়ে পড়েন। সেই সঙ্গে মাতৃবন্দনা। প্যান্ডেলের আলোকসজ্জাকেও ছাপিয়ে যায় তারকাদের চোখ ধাঁধানো উপস্থিতি। প্রতি বছর রানি মুখার্জি, কাজল, বিপাশার বাড়িতে ভিড় জমান বলিউডের সব বড় তারকা। থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। বাঙালি যেখানে, শারদ উৎসব সেখানেই। তারকাদের ভিড়, অঞ্জলি, পূজার ভোগ সব মিলিয়ে জমে উঠেছে মুম্বাইয়ের দুর্গাপূজা। অনেকেই দুর্গাপূজার আসল স্বাদ নিতে ছুটে যাবেন কলকাতায়। অনেকে আবার কাজের চাপে ভারতের মুম্বাইয়ে থেকেই করেন পূজা উদযাপন। মায়ের দর্শনের পাশাপাশি মুম্বাইয়ের জুহু রোডের মুখার্জি বাড়িতে চলবে তারকা দর্শনও। অষ্টমীর সকাল থেকেই তারকার ঢল নামে মুখার্জি বাড়ির ঠাকুর দালানে। কয়েক বছর আগে সপ্তমীতে সেখানে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও আশুতোষ গোয়াড়িকরকে। কাজল, তানিশা, রানি, শর্বানী, অয়ন মুখার্জিও ছিলেন সেখানে। প্রতি বছরই কাজলের বাপের বাড়িতে বড় করে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজার চারদিনই কাজল উপস্থিত থাকার চেষ্টা করেন। তার সঙ্গে কয়েকবার অজয় দেবগনকেও দেখা গেছে। কাজল পূজার বিভিন্ন কাজেও হাত লাগান। যেমন আতিথেয়তা, ভোগ বিতরণ করা ইত্যাদি। পূজার শেষ দিন সিঁদুর খেলাতেও উপস্থিত থাকেন তিনি। বাঙালি কন্যা বিপাশা বসু পেশার টানে অনেক ছোট থেকেই শহর কলকাতার বাইরে। অনেক দিন হলো পুরনো জায়গায় ফেরা হয় না। এবার ফিরবেন বরকে নিয়ে। কয়েক বছর আগে পূজার কলকাতায় আসার সুযোগ হয়েছিল বিপাশার।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়