৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : গাইবান্ধায় জি এম কাদের

আগের সংবাদ

শারদীয় দুর্গোৎসব : শুভ চেতনা সঞ্চারিত হোক সবার মনে

পরের সংবাদ

বড়াইগ্রামে চার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৪ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪১৭ লিটার চোলাই মদ জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়বর্ণী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- উপজেলার পাড়বর্ণী গ্রামের মৃত জন রিবারুর ছেলে পিন্টু রিবারু, ব্যানজাবিন রিবারুর ছেলে দীপ রিবারু, মৃত অগাষ্টিন রোজারিও দুই ছেলে স্টেফান রোজারিও এবং ইশাহাক রোজারিও। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়বর্ণী গ্রামে অভিযান চালায়। এ সময় আটককৃতদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের ঘরে তল্লাশি চালিয়ে ৪১৭ লিটার চোলাই মদ উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়