পুলিশ হত্যা মামলা : রিজভী-সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আগের সংবাদ

নির্বাচন পর্যন্ত সংস্কারে ছাড় : আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নিশ্চিত, ঋণ চুক্তির ছয়টি শর্তের মধ্যে চারটি পূরণ হয়েছে

পরের সংবাদ

জয় স্মার্ট সার্ভিস ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় কুমিল্লার চান্দিনা উপজেলায় জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ সহযোগিতায় এই সেন্টারটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে চান্দিনা প্রান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিব মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জান্নাতুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চান্দিনা হাসান মুহম্মদ হাদিউল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ছালামত উল্লাহ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আনোয়ারুল আজীম, সহকারী প্রোগ্রামার হামিতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়