বীমা ব্যক্তিত্ব সামাদের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

পরের সংবাদ

মুন্সীগঞ্জে ট্রাকের ভারেভাঙল বেইলি ব্রিজ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২৩ , ১২:১৮ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের শহরতলীর বনিক্যপাড়া এলাকায় একটি ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটে।
বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার পর এ পথে চলাচলে যানবাহন কয়েক ঘণ্টা যানজটে পড়ে। তবে সকাল সাড়ে ১০টার পর এখানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। এখানকার বেইলি ব্রিজের পাশেই আরো একটি পাকা সেতু অর্ধনির্মিত নির্মাণকাজ চলমান ছিল। এখনো সেই সেতুর কাজ শেষ হয়নি। তবে এ পথে যানবাহন সচল রাখার স্বার্থে মুন্সীগঞ্জের সওজ বিভাগ তাৎক্ষণিকভাবে সেতুর দুপাড়ের সংযোগ সড়কে বালি ফেলে যানবাহন চলাচলে উপযোগী করে তোলে। পরে এ নতুন সেতুর ওপর দিয়ে ওয়ান ওয়ে যানবাহন চলাচল শুরু হয়। সকাল ৮টার দিকে এখানে একাধিক শ্রমিক সংযোগ সড়ক নির্মাণের কাজে হাত দেয়। এরপর মাটি ভরাটের পরেই সেখানে রোলার দিয়ে সমান করার পরেই এ পথে যানবাহন চলাচলে উপযোগী হয়ে ওঠে। নতুন সেতুর ডান পাশে আরো একটি বেইলি ব্রিজ রয়েছে। সে পথ দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে।
জানা যায়, বেইলি ব্রিজের ওপর দিয়ে ঘটনার সময়ে সওজ বিভাগের ঠিকাদার রানার এ ট্রাকটি মাটি নিয়ে পারাপারের সময়ে ট্রাকের ভারে এটি হুড়মুড় করে ভেঙে যায়। বেইলি ব্রিজের নিচে বর্তমানে ট্রাকটি পড়ে রয়েছে। কবে লাগাদ এ ট্রাকটি এখান থেকে ওঠানো হবে সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। এ সড়কপথ দিয়ে জেলার কয়েকটি উপজেলায় যাতায়াত করা যায়। তাই এ পথটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে থাকে। মুন্সীগঞ্জের সওজ বিভাগের উপসহকারী মো. ইমাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা জানান, সেখানে এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানেন। সেখানকার ট্রাক উদ্ধারের পরেই ভাঙা বেইলি ব্রিজটি সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হবে। এখন এর পাশে পাকা সেতুর ওপর দিয়েই এখানকার যানবাহন চলাচল করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়