র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : কমিটির প্রতিবেদনে সন্তুষ্ট নন হাইকোর্ট

আগের সংবাদ

রাজপথে ফের শক্তির মহড়া : নাশকতা মোকাবিলায় সতর্ক পাহারায় আ.লীগ, মহাসমাবেশের ঘোষণা দেবে বিএনপি

পরের সংবাদ

ভেন্যু পরিচিতি : এমসিএ স্টেডিয়াম

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

স্টেডিয়াম পরিচিতি : মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ভারতের অন্যতম প্রধান একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। শুভ্রত রয় সাহারা স্টেডিয়াম নামে একসময় পরিচিত ছিল যখন সাহারা কোম্পানি স্টেডিয়ামটির নাম স্বত্ব কিনে নিয়েছিল। পরে পূর্ণ অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় নাম পরিবর্তন হয়। স্টেডিয়ামটির বর্তমান নাম এমসিএ স্টেডিয়াম যা বর্তমানে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মালিকানাধীন রয়েছে। এটি ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরে অবস্থিত। মহারাষ্ট্র পুরুষ এবং নারী ক্রিকেট দল তাদের ঘরোয়া ম্যাচগুলো এই স্টেডিয়ামটিতে খেলে। এছাড়া আইপিএলের দল পুনে ওয়ারিয়র্স, রাইজিং পুনে সুপার জায়ান্ট এবং চেন্নাই সুপার কিংস তাদের ঘরোয়া ম্যাচগুলো একসময় এই স্টেডিয়ামে খেলত। ২০১২ সালে প্রতিষ্ঠা লাভ করা এই স্টেডিয়ামটিতে মোট ৩৭ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। স্টেডিয়ামটি ডিজাইন করেছিলেন হপকিন্স আর্কিটেক্টের স্থপতি মাইকেল হপকিন্স। ২০১২ সালের ১ এপ্রিল, তৎকালীন আইসিসি সভাপতি শরদ পাওয়ার স্টেডিয়ামটির উদ্বোধন করেছিলেন। ২০১১ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফি ২০১১-১২ সিজনে এই স্টেডিয়ামটিতে প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে হোম সাইড মহারাষ্ট্র ক্রিকেট দল হিমাচল প্রদেশের বিপক্ষে খেলেছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় স্টেডিয়ামটির। এবং ২০১৩ সালের অক্টোবরে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়। আর টি২০ অভিষেক হয়েছে ২০১২ সালের ডিসেম্বরে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। এখানকার ড্রেনেজ ব্যবস্থা বিশ্বের অন্যতম অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা।

:: কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়