র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : কমিটির প্রতিবেদনে সন্তুষ্ট নন হাইকোর্ট

আগের সংবাদ

রাজপথে ফের শক্তির মহড়া : নাশকতা মোকাবিলায় সতর্ক পাহারায় আ.লীগ, মহাসমাবেশের ঘোষণা দেবে বিএনপি

পরের সংবাদ

বিশ্বকাপে রেকর্ডের বরপুত্র রোহিত

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২৩ , ১:১৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে উড়ছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর জয় পায় দুই প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষেও। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বমঞ্চে ভাঙছেন একের পর এক রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে ওপেনিংয়ে ৬৩ বলে ৮৮ রানের ইনিংস খেলেন রোহিত। এই ম্যাচে ভারতের ইতিহাসে প্রথম ভারতীয় ও বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এক দিনের ক্রিকেটে তিনশ ছক্কা মারার কীর্তি গড়েছেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার। তবে রেকর্ডটি এখন পর্যন্ত নিজের করে নিতে পারেননি রোহিত। এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে হলে তাকে মারতে হবে আরো ৫২ ছয়। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটির শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। এক দিনের ক্রিকেটে ৩০০ ছক্কা মারার জন্য পাকিস্তানের বিপক্ষে ৩টি ছক্কা মারতে হতো রোহিতকে। ৮৮ রানের ইনিংস খেলার পথে সেই ম্যাচে ৬টি ছক্কা মারেন তিনি। বর্তমানে ২৪৬ ইনিংসে রোহিতের ছক্কা সংখ্যা ৩০৩টি। সর্বোচ্চ ছক্কার তালিকায় তৃতীয় স্থানে থাকলেও গেইল ও আফ্রিদি থেকে ইনিংস অনেক কম নিয়েছেন রোহিত। ৩০০ ছক্কা মারতে রোহিতের লেগেছে ২৪৬ ইনিংস। বর্তমানে ক্রিকেট খেলেন এমন খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের জশ বাটলার ও ভারতের বিরাট কোহলিই কেবল আছেন তালিকায়। রোহিতের বর্তমান ফর্ম বিবেচনায় রেখে বলাই যায়, অচিরেই যে ভারতের অধিনায়ক গেইল ও আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন। এর আগে চলতি বিশ্বকাপেই রোহিত শর্মা ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটি এককভাবে নিজের করে নেন। আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ছয় মেরে রেকর্ডটি নিজের করে নেন রোহিত শর্মা। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বর্তমানে রোহিতের ছক্কার সংখ্যা ৫৬২টি। তার পরের অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল। তিন ফরমেটে ৪৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা ইউনিভার্স বস খ্যাত গেইলের। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের শহীদ আফ্রিদি ৫২৪ ম্যাচে মেরেছেন ৪৭৬ ছক্কা। এর আগে ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রোহিত। সেই রোহিত এবারের বিশ্বকাপটা শুরু করেছিলেন শূন্য রানে আউট হয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ের সেই ম্যাচের ব্যর্থতার ঝালটা যেন আফগান বোলারদের ওপর ঝারলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্যে ফেরা আরেক ওপেনার ঈশান কিষানকে নিয়ে আফগানদের বিপক্ষে ১৮.৪ ওভারেই ১৫৬ রান এনে দেন রোহিত। ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে মোহাম্মদ নবিকে চার মেরে ৯৯ রানে পৌঁছানো রোহিত পরের বলেই অনসাইডে বল পাঠিয়ে ১ রান নিয়েই দুই ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ রেকর্ড কেড়ে নেন। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মহাকাব্যিক ১৭৫ রানের ইনিংস খেলার পথে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন কপিল। ৩০ বলে ফিফটি পাওয়া রোহিত তিন অঙ্ক ছুঁয়েছেন ৬৩ বলে। বিশ্বকাপে ভারতের হয়ে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ভারতের জার্সিতে শুধু দ্রুততম একশই নয়, বরং দুইশ রানের মালিক। বিশ্বকাপে আফগানদের বিপক্ষে সেঞ্চুরিটি রোহিতের সাত নম্বর। মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলা রোহিত ১৯ ম্যাচ আর ১৯ ইনিংস খেলেই টেন্ডুলকারের ছয় সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক টেন্ডুলকার ছয় বিশ্বকাপে ৪৫টি ম্যাচ খেলেছেন। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ৮৮ রানের ইনিংস খেলার পথে আরো একটি রেকর্ড গড়েছেন তিনি। শচীনের পরে বিশ্বকাপে ভারতীয়দের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও এখন তিনি। তার মোট রান এখন ১১৯৫, রয়েছেন তালিকার সাত নম্বরে। এবারের বিশ্বকাপে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে তার সামনে শুধু টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে সাকিবের মোট রান ১২০১। তার সামনে ১২০৭ রান করে সেরা পাঁচে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। এছাড়া রোহিতের পরই ১১৮৬ রান করে তালিকার আট নম্বরে অবস্থান করছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপে এখনো বাকি আছে ৬টি করে ম্যাচ। ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে পারলে রোহিতরা সুযোগ পাবেন মোট আটটি ম্যাচ খেলার। ভারতীয় অধিনায়ককে এবারের বিশ্বকাপে যে বিধ্বংসি রূপে দেখা যাচ্ছে, তাতে তিনি ছাড়িয়ে যেতে পারেন আরো অনেক রেকর্ড।

:: রাফিদ বিন ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়