র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : কমিটির প্রতিবেদনে সন্তুষ্ট নন হাইকোর্ট

আগের সংবাদ

রাজপথে ফের শক্তির মহড়া : নাশকতা মোকাবিলায় সতর্ক পাহারায় আ.লীগ, মহাসমাবেশের ঘোষণা দেবে বিএনপি

পরের সংবাদ

দুর্দান্ত ফর্মে ডি কক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের পরই মাত্র ৩০ বছরেই ওয়ানডে ক্রিকেটকে না বলে দেবেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপিং ব্যাটার কুইন্টন ডি কক। শেষটা রাঙাতেই কি এবারের বিশ্বকাপে এমন দুর্দান্ত ফর্র্মে খেলছেন তিনি! ভারত বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে দুটিতেই শতক হাঁকিয়ে ডি কক শেষটা রাঙাচ্ছেন নিজের মতো করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা। লঙ্কান বোলারদের তুলোধুনো করে এ ম্যাচে বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ইনিংস খেলে প্রোটিয়ারা। নির্ধারিত ৫০ ওভারে ৪২৮ রান তোলার পথে অন্যতম কাণ্ডারি ছিলেন ডি কক। এ ম্যাচে মাত্র ৮৩ বলেই সেঞ্চুরি পূরণ করেন দক্ষিণ আফ্রিকার এ ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ডি কক হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯০ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে স্পর্শ করেন তিনি। ডি ককের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শতক হাঁকানোর রেকর্ড গড়েন ডি কক। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ ওভারের বিশ্বকাপে এই কীর্তি এতদিন ছিল কেবল এ বি ডি ভিলিয়ার্সের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকিয়ে আরো কয়েকজন কিংবদন্তিকে স্পর্শ করেন ডি কক। ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে ও হালের সেরা ব্যাটসম্যান বাবর আজম ১৯টি করে ওয়ানডে সেঞ্চুরি করেছেন। তিনজনই ওয়ানডেতে ১৯টি করে সেঞ্চুরি করেছেন। সেই তালিকায় এবার জায়গা করে নেন ডি ককও। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে ব্যাট করতে নেমে ৪৫.৬১ গড়ে ৬৩৮৫ রান করেছেন ডি কক। এর মধ্যে রয়েছে ৩০টি অর্ধশতক ও ১৯টি শতক হাঁকানো ইনিংস। বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগেই ডি কক ঘোষণা দেন, ভারত বিশ্বকাপের পর ওয়ানডেতে আর দেখা যাবে না তাকে। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ঠিকই চালিয়ে যাবেন কক। উল্লেখ্য, আগেই ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। ডি ককের ব্যাটে উড়ছে দক্ষিণ আফ্রিকাও। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ব্যাটারের সেঞ্চুরিতে ৪২৮ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। এ ম্যাচে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জয় পায় ১০০ রানে। এরপরের ম্যাচেও ডি ককের শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
:: শেখ মাহমুদুল হাসান নকীব

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়