হেরোইন উদ্ধার মামলা : পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আগের সংবাদ

রাজনৈতিক সমঝোতার লক্ষণ নেই, নির্বাচনের প্রস্তুতি ইসির : ডিসি এসপিদের নিয়ে ইসির বৈঠক > ভোটের পরিবেশ নিয়ে শঙ্কায় মাঠ প্রশাসন

পরের সংবাদ

প্রসঙ্গ ‘দ্য কাশ্মির ফাইলস’ : যা বললেন আশা পারেখ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘দ্য কাশ্মির ফাইলস’ থেকে ‘দ্য কেরালা স্টোরি’, বলিউডে রাজনৈতিক ছবি হিসেবে এই ২টি ছবি যথেষ্ট আলোড়ন ফেলেছিল। মুক্তির আগেই তৈরি হওয়া বিতর্ক যে শাপেবর হয়েছিল দুটি ছবির ক্ষেত্রেই, এ কথা বলাই বাহুল্য। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মির ফাইলস’ এবং সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ দুই-ই বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। দুটি ছবিই মুক্তির অনেক দিন পেরিয়ে গেলেও প্রাসঙ্গিকতা যে এখনো হারায়নি এ কথা স্পষ্ট হয় অভিনেতা-অভিনেত্রীদের কথাবার্তায়। এবার কাশ্মির ফাইলস নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। এক সাক্ষাৎকারে তাকে ‘কাশ্মির ফাইলস’ ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে, এ প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে আশা জবাব দেন, ‘আমি না দেখলেও দর্শকরা নিশ্চয়ই দেখেছেন এই ছবি, সেই কারণেই বিপুল অঙ্কের টাকা ঘরে তুলেছেন নির্মাতারা’। আশার বক্তব্যে স্পষ্টতই ক্ষোভ ধরা পড়েছে নির্মাতাদের উদ্দেশ্যে। অভিনেত্রীর মতে, এই ছবি যাদের নিয়ে বানানো তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অভিনেত্রীর ইঙ্গিত অনুযায়ী রাজনৈতিক ছবি বানিয়ে আখেরে নির্মাতারাই লাভবান হয়েছেন। প্রসঙ্গত, আশার এই মন্তব্য যে বিতর্ক তৈরি করতে পারে সে সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন অভিনেত্রী। সেই কারণেই বক্তব্য শুরু করার আগে তিনি নিজ মুখেই বলেন, ‘একটি বিতর্কিত মন্তব্য করতে চলেছি।’ আশার কথায়, ‘এই ছবি থেকে ৪০০ কোটি টাকা লাভ হয়েছে, কিন্তু এর মধ্যে ৫০ কোটি টাকাও কি প্রযোজক কাশ্মিরি হিন্দুদের উদ্দেশ্যে ব্যয় করেছেন?’ অভিনেত্রী বলেন, ধরে নিলাম ডিস্ট্রিবিউটরদের দেয়ার পর ২০০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছেন পরিচালকরা। তবে এই ২০০ কোটি টাকার মধ্যে থেকে যে কাশ্মিরি হিন্দুদের ঘরে বিদ্যুৎ নেই, জল নেই তাদের উন্নয়ন খাতে অন্তত ৫০ কোটি টাকাও যদি ব্যয় করতেন প্রযোজকরা তবেই এই ছবি বানানো সার্থক হতো।’

: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়