প্রস্তুতি ম্যাচ : ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার

আগের সংবাদ

রাজনীতিতে সমঝোতার উদ্যোগ! : বৈরিতার পারদ নিম্নমুখী, আ.লীগের ৫ সদস্যের কমিটি, প্রতিনিধি দল গঠন করছে বিএনপি

পরের সংবাদ

তোরসার বিশ্ব রেকর্ড

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ২০১৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম প্রতিযোগী ছিলেন রাফাহ নানজিবা তোরসা। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ‘মিস ওয়ার্ল্ড’-এর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। এবার দলীয় একটি বিশ্বরেকর্ডের ভাগীদার হলেন এ বাংলাদেশি মডেল। বিশ্বের সর্বোচ্চ মোটর চলাচল উপযোগী সড়ক উমলিং লায়ের অবস্থান ভারতের লাদাখে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত সড়কটি বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়ক হিসেবে স্বীকৃত। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে সম্প্রতি একটি আন্তর্জাতিক ফ্যাশন শো আয়োজিত হয়। উমলিং লা নামের সড়কে আয়োজিত ওই ফ্যাশন শোয়ে তোরসাসহ মোট ১২ জন মডেল অংশ নেন। ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’ সেøাগানকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়কে অনুষ্ঠিত ফ্যাশন শোকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এই প্রথম কোনো বাংলাদেশি মডেল-অভিনেত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভাগীদার হলেন।
ফ্যাশন শোয়ে অংশ নেয়া সব মডেলকেই আলাদা আলাদা সনদ দেয়া হবে। শিগগিরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সেই সনদ হাতে আসবে বলেও জানান তোরসা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়