মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

এশিয়ান গেমস : টাইগারদের প্রতিপক্ষ মালয়েশিয়া

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ের লক্ষে চীন যায় বাংলাদেশ যুবদল। গত জুলাইয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলা দলটিই এবার চীনে হাংজু এশিয়ান গেমস খেলতে গিয়েছে। এবারের এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কে এতদিন তা নিশ্চিত ছিল না। মাঠে নামার দুদিন আগে জানা গেল বাংলাদেশের প্রতিপক্ষ শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মালয়েশিয়া। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
এবারের আসরের অন্যতম ফেভারিট বাংলাদেশ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। এবার এশিয়ান গেমসে স্বর্ণের জয়ের আশায় শক্তিশালী দল পাঠিয়েছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে থাকা জাকির হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও পারভেজ হোসেনের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন। ২৯ সেপ্টেম্বর চায়নার হাংজুতে পৌঁছে অনুশীলন করেছে ক্রিকেটাররা। এবারের হাংজু এশিয়ান গেমসে তৃতীয় স্থান নির্ধারণী পাকিস্তানি নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের দেয়া ৬৫ রানের লক্ষ্য ছুঁয়ো বাংলাদেশের মেয়েরা। ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ ম্যাচ জয়ে বোঞ্জ জিতে নিয়ে এবারের এশিয়ান গেমসের পদক তালিকায় নাম তোলে। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের একমাত্র পদক।
বাংলাদেশ দল : পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রæব এবং রিশাদ হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়