জন্মদিনের শুভেচ্ছাপত্র

আগের সংবাদ

অদ্ভুদ আবাস!

পরের সংবাদ

বিচ্ছেদের পর কী করছেন রাজ!

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গত ১৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনি তার স্বামী নায়ক শরিফুল ইসলাম রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিস পাঠান। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পেরে পরদিন লোক পাঠিয়ে কাজী অফিস থেকে কাবিননামা ও ডিভোর্স-সংক্রান্ত চিঠি সংগ্রহ করেন রাজ। পরীর পাঠানো নোটিসও পেয়েছেন রাজ। তাৎক্ষণিক কোনো বক্তব্য না দিলেও পরে বিচ্ছেদ নিয়ে কথা বলেন রাজ। জানিয়েছেন, পরীর সবকিছুই তিনি মেনে নিয়েছেন। এদিকে তালাক নোটিস পাঠানো ও গ্রহণ করার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। কোথায় আছেন রাজ! পরীর তালাক নোটিস পাঠানোর প্রায় ২০ দিন আগে থেকে রাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার শুটিং করছিলেন। একটি গানের কাজ বাকি ছিল। এর মধ্যে ডিভোর্সের ঘটনা ঘটে। জানা গেছে, তালাক নোটিস পাওয়ার এক সপ্তাহের মাথায় রাজধানীর বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় অবস্থিত ‘নাইন অ্যান্ড হাফ’ স্টুডিওতে গানের শুটিংয়ে অংশ নেন রাজ। গানের শুটিং হওয়ার মধ্য দিয়ে ছবির কাজ শেষ হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন। রাজের কাছের বেশ কয়েকজনের কাছ থেকে জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিতে পরীমনির বাসা থেকে বের হয়ে আসার পর মহানগর প্রজেক্টে বাসা ভাড়া নেন রাজ। সেখানেই অস্থায়ীভাবে থাকছিলেন। তবে ডিভোর্সের পর এখন কোথাও নির্দিষ্ট করে থাকছেন না। কখনো মহানগর প্রজেক্ট, কখনো নিকেতন, আবার কখনো গুলশানে বন্ধু-শুভাকাক্সক্ষীদের সঙ্গে থাকছেন। জানা গেছে, পরীর বাসা থেকে বের হয়ে আসার পর থেকে রাজের চলাফেরাটা একটু এলোমেলো হয়ে গেছে। নিয়মিত কাজ না করার কারণে আর্থিক সংকটেও ভুগছিলেন এই অভিনেতা। তবে ডিভোর্স হওয়ার পর নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন রাজ। নব-উদ্যমে সিনেমার কাজও করার চেষ্টা করছেন তিনি। ‘ওমর’ ছবির কাজ শেষ হওয়ার পর রাজ আরো দুটি ছবির কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যটির কথাবার্তা চূড়ান্ত। যে কোনো সময় চুক্তি হবে। আগামী মাসের শেষের দিকে অথবা নভেম্বরের শুরু থেকে নতুন সিনেমার কাজ শুরু হতে পারে। এদিকে সন্তান রাজ্য পরীমনির কাছেই আছে। ডিভোর্সের পর সন্তানকে বাবা হিসেবে দেখভালের ব্যাপারটি কী হবে, তা এখনো জানা যায়নি। তরে রাজের ঘনিষ্ঠরা বলেছেন, এটি রাজ আইনের আশ্রয়ে ফয়সালা করবেন।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়