জন্মদিনের শুভেচ্ছাপত্র

আগের সংবাদ

অদ্ভুদ আবাস!

পরের সংবাদ

চট্টগ্রামে ২৩ ব্যান্ডের রক ফেস্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এ বছরের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম। কনসার্টের নাম ‘সিএমবিএ রক ফেস্ট-২০২৩’। দুই দিনব্যাপী এই কনসার্টে চট্টগ্রামের মোট ২৩টি ব্যান্ড পারফর্ম করবে। আগামীকাল ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলাভিত্তিক কনসার্টটি। চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই কনসার্টে প্রথম দিন ১০টি ব্যান্ড পারফর্ম করবে। দ্বিতীয় দিন ১৩টি ব্যান্ড করবে মিউজিক্যাল লড়াই। যার নাম দেয়া হয়েছে ব্যাটল অব ব্যান্ড। সেখানে এক ব্যান্ড আরেক ব্যান্ডকে প্রতিযোগিতা করবে। চট্টগ্রামে এর আগে এ ধাঁচে ব্যাটল অব রক আয়োজন করা হয়নি। এবারই প্রথম এক ব্যান্ড আরেক ব্যান্ডকে প্রতিযোগিতা করছে। এ বিষয়ে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সমর বড়–য়া জানান, ‘চট্টগ্রামবাসীর সব সময় ব্যান্ড মিউজিকের প্রতি আলাদা ভালোবাসা কাজ করে। যার প্রমাণ বিগত দিনে আমরা দিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা এবার আয়োজন করতে যাচ্ছি দেশের সবচেয়ে বড় জেলাভিত্তিক রক ফেস্ট ‘সিএমবিএ রক ফেস্ট-২০২৩’। সেখানে শুধু চট্টগ্রামের ব্যান্ডগুলো পারফর্ম করবে। একটা প্রতিযোগিতা হবে। জয়ীদের হাতে আমরা ২০ হাজার টাকার একটি সম্মানী চেক তুলে দেব। এরপর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের জন্য বেশকিছু পুরস্কার ও গিফট রাখা হয়েছে। এর আগে এমন আয়োজন চট্টগ্রামে কেউ করতে পারেনি। আমরাই এমন একটি আয়োজন করতে যাচ্ছি।’

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়