গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ চোরের কল

আগের সংবাদ

পরিবারের আড়ালে তৎপর দল > খালেদার বিদেশযাত্রা : আলোচনায় জার্মানি > আশাবাদী দল ও পরিবার > অল্প সময়ে সিদ্ধান্ত

পরের সংবাদ

বিশ্বকাপ মাতাতে ভারতে সাকিব বাহিনী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ১৩তম বিশ্বকাপ মাতাতে গতকাল বিকালে ভারত পৌঁছেছে সাকিব বাহিনী। গতকাল দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় টাইগাররা। এবারের বিশ্বকাপে স্ট্যান্ডবাই ক্রিকেটার নেয়ার কথা ছিল। তবে কোনো স্ট্যান্ডবাই ক্রিকেটার ছাড়া ১৫ সদস্যের স্কোয়াড নিয়েই দেশ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনও গেছেন।
সাম্প্রতিক সময়ে খুব একটা আলোকিত নয় বাংলাদেশ দল। তবে গতকাল ভারতযাত্রার সময় দলের উচ্ছ¡াস দেখে আশা করাই যায় টাইগাররা ভালো কিছু করার পরিকল্পনাই করেছেন। দলের সঙ্গে বেশ প্রাণোচ্ছ¡ল দেখা গেছে অধিনায়ক সাকিব আল হাসানকেই। দেশ ছাড়ার আগে তিনি সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ছিলেন। কোচিং স্টাফসহ অন্যরাও ছিলেন তখন।
বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর মাঠে গড়ানোর পর টাইগারদের মিশন শুরু হবে এর দুই দিন পর, ৭ অক্টোবর। ধর্মশালায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। তবে এর আগেই প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানরা। আজকের সারাদিন বিশ্রামে কাটানোর পর আগামীকাল গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এরপর হাথুরুসিংহের শিষ্যরা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।
বিমান বন্দরে নেমেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সুজন। সেখানে তিনি বলেন, ‘এক্সাইটিং একটা ক্রিকেট টিম। আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’ এরপর দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়