ভোটের দিন বাইক চালাতে পারবেন সাংবাদিকরা : ইসির অতিরিক্ত সচিব

আগের সংবাদ

ভিডিওবার্তায় তামিম ইকবাল : নোংরামিতে থাকতে চাইনি > কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না > তীর ৩ শীর্ষ কর্মকর্তার দিকে

পরের সংবাদ

মুক্তধারার প্রযোজনায় ‘কথামানবী’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’ গত সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘কথামানবী’ শীর্ষক আবৃত্তি-প্রযোজনার মঞ্চায়ন করেছে বাংলাদেশ মহিলা সমিতি, বেইলী রোডের ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে। এই আবৃত্তি-প্রযোজনায় দেখা যায়, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের করুণগাথা এবং তাদের কর্মযজ্ঞ, যা মানুষ্যসভ্যতার মতই তার সফল জবানবন্দির উপস্থাপন ১২০০ লাইনের একটি দীর্ঘ কবিতার মাধ্যমে। যেখানে কবি নিজেই ‘কথামানবী’ এবং তার সত্তায় যুক্ত হয়েছে মহাভারত থেকে সমসাময়িক কালপর্ব আটজন বিজয়দীপ্ত নারীর ইতিহাস। ‘কথামানবী’ রচনা করেছেন ভারতের প্রখ্যাত কবি মল্লিকা সেনগুপ্ত; নির্দেশনায় আবৃত্তিশিল্পী মু. সিদ্দিকুর রহমান পারভেজ। চরিত্রানুযায়ী আবৃত্তিশিল্পীরা হলেন রাবিয়া সুলতানা পান্না (কথামানবী), মাহমুদা আখতার (মেধা পাটেকর), অঞ্জনা মাহেনূর (গঙ্গা), তাহেরা আফরোজ (রাজিয়া সুলতানা), সায়মা নেহাল অর্ণা (মাধবী), মৌসুমী আক্তার মনিকা (মালতী মুদি), নাসরীন আক্তার রেখা (শাহবানু) ও শ্রাবন্তী সাহা (দ্রৌপদী ও খনা)।
আবৃত্তি-প্রযোজনার সঙ্গীত পরিচালনায় আছেন অসীম কুমার এবং মঞ্চ ও আলোক পরিকল্পনায় অমøান বিশ্বাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়