প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

আগের সংবাদ

ব্যাখ্যা চায় ক্ষুব্ধ গণমাধ্যম : গণমাধ্যমের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়া

পরের সংবাদ

ভোটের দিন বাইক চালাতে পারবেন সাংবাদিকরা : ইসির অতিরিক্ত সচিব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নির্বাচনের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ বিষয়টি জানান তিনি।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচনের সময় মোটরসাইকেল নিয়ে গুণ্ডাবাজি হয়, দলগুলো র‌্যালি করে ভোটার, প্রার্থীদের ভয়ভীতি দেখায়। এ কারণে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছিল। তবে বারবার মোটরসাইকেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার দাবি জানান সাংবাদিকরা। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ভোটকেন্দ্র আছে যেখানে মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন যাতায়াত করতে পারে না। তাই সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ভোটের দিন গণমাধ্যমকর্মীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। তবে যারা ভোটের দিন মোটরসাইকেল চালাবেন তাদের ইসির বৈধ স্টিকার থাকতে হবে। প্রসঙ্গত, এর আগে সাংবাদিক নীতিমালায় ভোটের দিন মোটরসাইকেল না চালানোসহ নানা নিষেধাজ্ঞা জারি করেছিল ইসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়