ভোটের দিন বাইক চালাতে পারবেন সাংবাদিকরা : ইসির অতিরিক্ত সচিব

আগের সংবাদ

ভিডিওবার্তায় তামিম ইকবাল : নোংরামিতে থাকতে চাইনি > কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না > তীর ৩ শীর্ষ কর্মকর্তার দিকে

পরের সংবাদ

বুবলী-পরীর গোপন তথ্য ফাঁস!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমনি। দুজনই এক ছেলে সন্তানের জননী। আবার অভিনয়ের বাইরে পেশাগত জীবন নিয়ে দুজনই থাকেন আলোচনায়। এই নায়িকাদ্বয়ের ক্যারিয়ারের বয়স যেমনি প্রায় কাছাকাছি সিনেমার সংখ্যায়ও খুব পার্থক্য নেই। আবারো একই সঙ্গে তারা আলোচনায়। তবে কারণটা ব্যক্তিগত নয়। বুবলী-পরী কাজ করবেন একই সিনেমায়। এই প্রথম তারা একত্রে কাজ করতে চলেছেন। সিনেমার নাম ‘খেলা হবে’। এটি নির্মাণ করছেন ‘ন ডরাই’খ্যাত তানিম রহমান অংশু। প্রযোজনায় টিএম ফিল্মস। যদিও ছবিটি নিয়ে এখনো নির্মাতা কিংবা প্রযোজনা সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খবরটি ফাঁস হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নোটিসের কল্যাণে। গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিসে ‘খেলা হবে’ সিনেমার নির্মাতাসহ ১২ জন শিল্পী-কুশলীকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে। সেখানেই শিল্পীর তালিকায় পাওয়া গেল পরীমনি ও বুবলীর নাম। সঙ্গে আছেন মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। আজ থেকে আগামী ২১ অক্টোবরের মধ্যে এই শুটিং সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। টিএম ফিল্মসের কর্ণধার ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস অনেক দিন ধরেই বলে আসছেন, তারা সিনেমা প্রযোজনা করবেন। চলতি বছর আটঘাট বেঁধে নেমেছেন তারা। ইতোমধ্যে দুটি প্রজেক্টের ঘোষণা দিয়েছেন। যেটার একটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। তবে সিনেমার নাম কিংবা শিল্পী-সংক্রান্ত কোনো তথ্যই এখন প্রকাশ করেননি তারা। এদিকে ‘খেলা হবে’ বিষয়ে নীরবতা পালন করছেন পরিচালক ও ভারতে শুটিংয়ের অনুমতি পাওয়া শিল্পীরা। ‘খেলা হবে’ সংলাপটি বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে বেশ পরিচিত। কিছু দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও এই সংলাপটি ব্যবহৃত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়