ইউরোপীয় কাউন্সিল : জাতিসংঘ ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে

আগের সংবাদ

পাল্টাপাল্টি আল্টিমেটাম! : বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম আ.লীগের, ৩৬ ঘণ্টার মধ্যে খালেদার মুক্তি চায় বিএনপি

পরের সংবাদ

সিনেমায় চুম্বন দৃশ্যে জয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের পাশে সমান তালে টলিউডে কাজ করে যাচ্ছেন জয়া আহসান। ‘২২শে শ্রাবণ’ সিনেমার প্রিক্যুয়েল ‘দশম অবতার’। টলিউডের নির্মাতা সৃজিত মুখার্জির আলোচিত সিনেমা এটি। ‘২২শে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। ‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’। সৃজিতের ‘দশম অবতার’ নিয়ে বাংলাদেশের দর্শকের মনেও বিরাজ করছে বাড়তি আগ্রহ। কারণ এখানে নতুন রূপে ধরা দিয়েছেন জয়া আহসান। সদ্য সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসায় সবার নজর জয়ার দিকে। সৃজিত মুখার্জির কপ ইউভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলল, যে চরিত্রটি ধারণ করেছেন জয়া আহসান। এর আগে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’, ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। কোনোটিতেই তিনি প্রধান চরিত্র ছিলেন না। তবে এবার ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী। রবিবার সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যরে সেই ট্রেলারজুড়েই রয়েছে খুনের রহস্য। কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর সব খুনই একই ধরনের। এত কিছুর পরও সিরিয়াল কিলারকে ধরতে পারছে না পুলিশ। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা প্রবীর রায়চৌধুরী ও ইনস্পেক্টর পোদ্দার। তবে রহস্যের জট খোলার সূত্র দেন একজন। তিনি হলেন জয়া আহসান। কখনো সাক্ষী, কখনো পুলিশের প্রেমিকা আবার কখনো স্ত্রী রূপে হাজির হন জয়া। তার এই নানা অবতারে ছড়িয়েছে রহস্য। তবে এক দৃশ্যে প্রেমের উপস্থিতিও পাওয়া গেল। যেখানে জয়া আহসান ও পোদ্দার তথা অনির্বাণ ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। শনিবার ছিল সৃজিতের জন্মদিন। এ উপলক্ষেই প্রকাশ করা হয়েছে ‘দশম অবতার’র ট্রেলার। এরপর এই ফ্র্যাঞ্চাইজির আরো দুটি সিনেমা বানাবেন বলেও নিশ্চিত করছেন নির্মাতা। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়