ইউরোপীয় কাউন্সিল : জাতিসংঘ ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে

আগের সংবাদ

পাল্টাপাল্টি আল্টিমেটাম! : বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম আ.লীগের, ৩৬ ঘণ্টার মধ্যে খালেদার মুক্তি চায় বিএনপি

পরের সংবাদ

প্রচারণায় ব্যস্ত অ্যাম্বার হার্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : মামলা-মোকদ্দমায় জর্জরিত হয়ে নাভিশ্বাস অবস্থায় ছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে চলে বিবাহ বিচ্ছেদের দীর্ঘ লড়াই। তবে সে দৌড়ে জিততে পারেননি অভিনেত্রী। প্রচারের আলো থেকে বেশ দূরে ছিলেন তিনি। বেচে দিতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার বাড়িটিও। মেয়েকে নিয়ে প্রচারের বৃত্তে থাকতে চাননি অভিনেত্রী। তাই একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েন। তখন থেকেই গুঞ্জন ওঠে হলিউড ছেড়ে দিচ্ছেন অ্যাম্বার। অবশেষে কিছুটা সামলে উঠে তিনি জানান হলিউড ছাড়ার কোনো কারণ নেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী। অ্যাম্বার এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘ইন দ্য ফায়ার’-এর প্রচারে। অতিপ্রাকৃত থ্রিলারটির গল্প এক চিকিৎসককে নিয়ে, যার নাম গ্রেস বার্নহ্যাম। কলম্বিয়ার এক খামারবাড়িতে হাজির হওয়ার পর তিনি জড়িয়ে পড়েন এক রহস্যের জালে। ঘটতে থাকে নানা ঘটনা। কনর অ্যালিন পরিচালিত ‘ইন দ্য ফায়ার’ নির্মিত হয়েছে ১৮৯০ সালের গল্প নিয়ে। প্রেক্ষাগৃহে আসবে আগামী ১৩ অক্টোবর। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার টিজার। যেখানে এক পর্যায়ে বার্নহ্যামকে সেই তরুণ ছেলেটিকে বলতে শোনা যায়, ‘এই মানুষগুলো ভীত এবং তাদের সেই ভয়ের জন্য কাউকে দোষারোপ করা প্রয়োজন। তারা তোমাকেই দোষারোপ করছে।’ সিনেমাটিতে সেই রহস্যময় যুবকের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকগভর্ন জাইনি। আরো অভিনয় করেছেন এডোয়ার্ডো নরিগা, সোফি অ্যাম্বার, লুকা কালভানি প্রমুখ। ‘ইন দ্য ফায়ার’র পাশাপাশি হার্ডকে সামনে দেখা যাবে ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমায়। সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়