গ্রেপ্তার ৩ : মাদকের টাকা যোগাড় করতে চুরি

আগের সংবাদ

সাহারার সেকাল একাল

পরের সংবাদ

বিতর্কিত পোস্টের জন্য তানজিমের ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ক্যারিয়ারের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্টের জন্য সমালোচনার তোপে পড়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র একটি ম্যাচ খেলা এই পেসারকে ‘নারীবিদ্বেষী’ও বলেছেন অনেকে। সমালোচিত এই লিখাগুলোর ব্যাপারে নিজের ভুল বুঝতে পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন এই তরুণ পেসার। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালার ইউনুস গতকাল গণমাধ্যমকে এই বিষয়ে নিশ্চিত করেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ্য করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেয়া হয়নি। এটা দেয়ার কারণে যদি কারো আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য দুঃখিত।’
তানজিম সাকিবের ফেসবুক পেজের পুরনো কিছু পোস্ট নিয়ে বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। বিশেষ করে কর্মজীবী নারীদের নিয়ে দেয়া এক স্ট্যাটাস ঝড় তুলেছে ফেসবুকে। এ প্রসঙ্গে তানজিমের বক্তব্য জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘তানজিম বলেছে এটার দায়দায়িত্ব সে নিচ্ছে। নারীবিদ্বেষের ব্যাপারে পুরোটাই সে অস্বীকার করেছে। সে বলেছে, তার মা একজন নারী। সুতরাং সে কোনো দিনই নারীবিদ্বেষী হতে পারে না। এটাই হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে বলেছি, ভবিষ্যতে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা ক্রিকেট বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’
ভুল স্বীকার করে তানজিম দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান জালাল ইউনুস। এরপর তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি, ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেয়া থেকে সে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়।’ তরুণ এই ক্রিকেটার কার সঙ্গে মেশেন সেটাও বিসিবি নজরে রাখবে জানিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সে কারও সঙ্গে মেশে না। সে যা পোস্ট দিয়েছে, নিজে থেকে দিয়েছে। যদি ভবিষ্যতে কোনো কার্যক্রম থাকে, আমরা বলেছি আমরা পর্যবেক্ষণ করব।’
সংবাদ সম্মেলনে দাবি উঠে, নিজের বিতর্কিত সকল পোস্টের কারণে তানজিম সাকিব যেন প্রকাশ্যে ক্ষমা চায়। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ সে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। প্রকাশ্যের কথা বলা হয়নি। ক্ষমা আমাদের কাছে চেয়েছে।’
শুধু নারীবিদ্বেষী নয়, তানজিম অন্য একাধিক বিষয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন। জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় দিবস পালন করা উচিত নয়, এমন পোস্ট দিয়েছেন। জালাল ইউনুস এ ব্যাপারে জানান, ‘যখন একবার সে বলেছে, পোস্ট নিয়ে সে দুঃখিত, তার মানে সে দুঃখিত। সেটা সে অনুভব করেই বলেছে।’
২০ বছর বয়সী তানজিম বিসিবির বয়সভিত্তিক প্রোগ্রাম থেকে আসা ক্রিকেটার। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই পেসার। বিসিবির প্রক্রিয়ার মধ্যে থেকেও একজন ক্রিকেটার এমন ভাবনা লালন করছেন সে ব্যাপারেও জালাল ইউনুস প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তাছাড়া অন্য ক্রিকেটারদের দেখাশোনা আরো বাড়ানো হবে কি না, এমন প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই, এ জন্যই বলা হচ্ছে আমরা তাকে মনিটর করব। তার কোনো সাহায্য লাগলে আমরা প্রদান করব। যেহেতু এটা প্রকাশ্যে এসেছে, আশা করি, ভবিষ্যতে এ ধরনের সমস্যা হবে না। তাদেরও আমাদের সঙ্গে চুক্তির ব্যাপার আছে। জাতীয় দলের কোড অব কনডাক্টের ব্যাপার আছে। এজন্য সে আরো সতর্ক থাকবে বলেও জানিয়েছে।’
বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা এবং তানজিমের ক্ষমা চাওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
আরেকদিকে তার উপস্থাপনাকে ভুল উল্লেখ করে ফেসবুকেই আরেকটি পোস্ট দিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মুহুর্তেই ছড়িয়ে পড়া সেই পোস্টে মিরাজ লিখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’ ভবিষ্যতের জন্য তানজিম হাসান সাকিবকে শুভকামনা জানিয়ে তিনি লিখেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়