নাটোর : ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আগের সংবাদ

রাজপথে ফের শক্তির মহড়া : বিএনপির ১২ দিনের কর্মসূচি ঘোষণার পর দিনই টানা কর্মসূচি দিল আওয়ামী লীগ

পরের সংবাদ

বড় মঞ্চে ভরসা সাকিবই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ছয় রানে পরাজিত করে বাংলাদেশ। ব্যাটে-বলে ভূমিকা রেখে দলকে জেতানোর পেছনে অন্যতম কারিগর অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ৮০ রান করার পাশাপাশি বল হাতে নেন এক উইকেট। বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। বিশ্বকাপের আগে ইনফর্ম সাকিবকেই চায় বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে গত বিশ্বকাপে স্বপ্নের মতো ফর্মে থাকা সাকিব ৬০৬ রানের পাশাপাশি নিয়েছিলেন ১১ উইকেট। এমন বিরল কীর্তির পরও দলীয় ব্যর্থতায় বাংলাদেশ পেরোতে পারেনি গ্রুপপর্বের গণ্ডি। সাকিবও পাননি টুর্নামেন্টসেরার পুরস্কার। তবে ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে নিজের শেষ বিশ্বকাপ ট্রফি দিয়েই রাঙাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলে জয় পায় তিনটিতে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট হাতে ৮৪ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন সাকিব। বোলিংয়ে ১০ ওভারে ৫০ রান খরচে তুলে নেন এইডেন মার্করামের উইকেট। ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্য বেঁধে দেয় উইন্ডিজ। সাকিব বল হাতে ৫৪ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ব্যাট করতে নেমে সাকিবের মাত্র ৯৯ বলে ১২৪ রানের ইনিংসের পাশাপাশি লিটনের অপরাজিত ৯৪ রানের সুবাদে ৯.৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট হাতে ৫১ রান করার পর বল হাতে ২৯ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট, দল জেতে সহজেই। বাংলাদেশের জয় পাওয়া তিন ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার পান সাকিব। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হারার ম্যাচে ৬৪, ইংল্যান্ডের কাছে ১০৩ রানে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ১১৯ বলে ১২১ ও অজিদের কাছে ৪৮ রানে হারার ম্যাচে ৪১ বলে ৪১ রান করেন সাকিব। সাকিব গত বিশ্বকাপে ছিলেন স্বপ্নের মতো ফর্মে। কিন্তু সাকিবকে সঙ্গ দিতে পারেননি তেমন কেউই। ফলে গ্রুপপর্বেই বিদায় নেয় বাংলাদেশ। কিন্তু এবারের দল নিয়ে আশাবাদী সাকিব। দারুণ ছন্দে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো তরুণদের পাশাপাশি অভিজ্ঞ মুশফিকরাও। দলের বোলিং আক্রমণও আগের তুলনায় বেশ পরিণত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে সুপার ফোরে হারিয়ে দিয়ে ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমরা হাতে খুব ভালো একটা দল পেয়েছি। দলের অনেকে ইনজুরিতে আছে, কেউ কেউ যাওয়া-আসার মধ্যে আছে। যেটা আসরে আমাদের সহায়তা করেনি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে দল হিসেবে আমরা ভয়ংকর হবো।’ অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডারের বোলিং নিয়ে সম্প্রতি কথা বলেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘সাকিব অনেক অভিজ্ঞ। সে বলের ওপরে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে পারেন। হাই আর্ম অ্যাকশন থেকে বল করার কারণে পেসেও যথেষ্ট তারতম্য নিয়ে আসতে পারেন তিনি। কখনো বা আবার সাইড আর্ম অ্যাকশন থেকেও বল করেন। মোটের ওপর এতটুকু বলতে পারি, সাকিব বিপক্ষের ব্যাটারকে খুব সহজেই বোকা বানাতে পারেন। সব থেকে বড় কথা, সাকিবের মতো ইকোনমিক্যাল বোলার গোটা বাংলাদেশে খুব কমই আছেন। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যে কোনো সময়ে ম্যাচ বের করে আনতে পারেন।’ সাকিব প্রথম জাতীয় দলে সুযোগ পান ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে। ওই সিরিজেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। সে বছরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে সাদা পোশাকে অভিষেক হয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির ইনজুরির কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব। তার নেতৃত্বেই ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগেই ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র?্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন তিনি। এরই ধারাবাহিকতায় টেস্টেও সেরা অলরাউন্ডারের আসন দখল করেন সাকিব। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব শীর্ষস্থান ধরে রেখেছেন এখনো। সাকিবের ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে কতদূর এগিয়ে নেয়, তার জবাব মিলবে আগামী মাসেই।

:: রাফিদ বিন ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়