ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় সোহানুর রহমান সোহান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সাইফুর রহমান ফারুক, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরাস্থানে তাকে দাফন করা হয়। এর আগে লাশ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়।
এ সময় গুনি পরিচালকের মুখটা একবার দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। তার স্বজনরা জানিয়েছেন স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছা ছিল মৃত্যুর পর তাদের দুজনকে যেন পাশাপাশি কবর দেয়া হয়। এজন্য তাদের দুজনের ইচ্ছাতেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার সন্ধ্যা ৬টার দিকে মারা গেলেন সোহানুর রহমান সোহান।
এদিকে একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন তাদের স্বজন ও এলাকাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়