ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

সিলেট : মোগলাবাজারে এক বাড়িতে ডাকাতি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : সিলেটের মোগলাবাজারে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। গত বুধবার রাত ৩টায় মোগলাবাজার থানা এলাকার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেলের (৪২) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মোগলাবাজার থানা পুলিশ জানায়, বুধবার রাতে তাজেলের বাড়িতে হানা দেয় ৮-৯ জনের একটি ডাকাত দল। তারা বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা লোহার রড, রামদা, ছুরি দিয়ে বাসায় বসবাসকারীদের আঘাত করে। এতে তাজেল গুরুতর আহত হন। এ সময় বাসা থেকে ৭-৮ ভরি স্বর্ণালংকার, আইফোনসহ ৩টি মোবাইল, ১টি টিবিএস মেট্রোপ্লাস মোটরসাইকেল ও ৩ লাখ নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি একই থানা এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ফলে জনমনে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়