‘রাজাকারদের জনসংখ্যা বেড়েছে’

আগের সংবাদ

চাপ কমলেও সতর্ক থাকবে আ.লীগ

পরের সংবাদ

এ আর রহমানের কনসার্টে বিশৃঙ্খলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক :
এ আর রহমানের চেন্নাই শোতে গত রবিবার এতটাই ভিড় হয়েছিল, পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকেই টাকা দিয়ে টিকেট কেটেও ভেতরে প্রবেশ করতে পারেননি। চলেছে তুমুল ধাক্কাধাক্কি। এককথায় বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। গতকাল শোয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে থাকেন দর্শকরা। অবশেষে গোটা ঘটনায় মুখ খুললেন খোদ রহমান। এ আর রহমান এদিন টুইটারে একটি পোস্ট করেন ওই অনুষ্ঠান নিয়ে। তিনি তার পোস্টে লেখেন, ‘চেন্নাইয়ের ভক্তরা, যারা টিকেট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভেতরে প্রবেশ করতে পারেননি তাদের অনুরোধ করব, তারা যেন টিকেটের কপি ই-মেইলে শেয়ার করেন। আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তিনি কেবল টুইটার নয়, ইনস্টাগ্রামেও এ বিষয়ে পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, ‘এবার আমি না হয় বলির পাঁঠা হলাম, যাতে সবাই সচেতন হন এবং চেন্নাইয়ের লাইভ আর্টে আরো উন্নতমানের পরিষেবা পান, ট্যুরিজম বাড়ে, ভিড় সামলানোর দক্ষতা বাড়ে, ট্রাফিক ম্যানেজ করতে শেখে। সবাই যেন মহিলা-শিশুদের নিরাপত্তার দিকটাও খেয়াল রাখে।’ এ আর রহমানের এই শোটি প্রাথমিকভাবে আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেটা পিছিয়ে ১০ সেপ্টেম্বর করা হয়। এই লাইভ মিউজিক কনসার্টটি এসিটিসি ইভেন্ট আয়োজন করেছিল। কিন্তু অনভিপ্রেত ঘটনার জন্য চরম সমালোচনার মুখে পড়তে হয় শোকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়