খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত

আগের সংবাদ

ব্রিকসের সদস্যপদ পাওয়ার চিন্তা ছিল না, চেষ্টাও করিনি : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরের সংবাদ

নাগরিকে নতুন তিন ধারাবাহিক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে নতুন তিনটি ধারাবাহিক নাটক ‘গৃহল²ী’, ‘হালের হাওয়া’ ও ‘কিশোর গ্যাং’। নাগরিকের অনুষ্ঠান বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সপ্তাহের শনি, রবি এবং সোমবার দেখানো হবে ‘গৃহল²ী’। মাইনুল হাসান খোকনের পরিচালনায় ‘গৃহল²ী’ ধারাবাহিকে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, রোজী সিদ্দিকী, এমিলি হক, কাজী রাজুসহ আরো অনেকে।
একই সময়ে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হবে ‘হালের হাওয়া’। ‘হালের হাওয়া’র নির্মাতা হলেন আদিত্য জনি। অভিনয়ে আছেন ইমতু রাতিশ, মায়মুনা মম, হোসাইন নিরব প্রমুখ। আর ‘কিশোর গ্যাং’ প্রচার হবে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে। ‘কিশোর গ্যাং’ পরিচালনা করেছেন নাজমুল রনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া, সাব্বির আহমেদ, আশরাফ সুপ্ত, শারমীন আঁখি, মিলি বাশার, রিসা, মাসুম বাশার, রকি খানসহ অনেকে। নাগরিকের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু গণমাধ্যমকে বলেন, ‘শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জায়গায় এখন আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’। কিশোর অপরাধ নিয়ে নির্মিত এই সিরিজে প্রতি সপ্তাহেই থাকছে নতুন নতুন গল্প। আর গৃহল²ীর কাহিনি পারিবারিক আবহে আবর্তিত। হালের হাওয়া হলো এই যুগের কিছু উঠতি ছেলেমেয়ের গল্প। সব কিছু মিলিয়েই আমরা আশা করছি দর্শকদের ভালো লাগবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়