মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৫৬

আগের সংবাদ

ছাত্রলীগে এত আগাছা কেন : যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় তিন শতাধিক পদধারী বহিষ্কার

পরের সংবাদ

‘কাবুলিওয়ালা’ নিয়ে তোড়জোড়

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বহু বছর পর আবার রবিঠাকুরের ‘কাবুলিওয়ালা’ ফিরছে বড় পর্দায়। এবার নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তী। সুমন ঘোষ পরিচালিত এই ছবিটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কলকাতায় চলছে ছবির শুটিং। কলকাতা সিডিউলের পর পালা আউটডোর শুটিংয়ের। আসন্ন ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, ‘মিঠাই’ ধারাবাহিকের অনুমেঘা কাহালি থাকবেন এই ছবিতে। বলাই বাহুল্য, অনুমেঘাকে দেখা যাবে ‘মিনি’র চরিত্রে। তার বাবা-মা হবেন আবির এবং সোহিনী। এই ছবির কথা যখন প্রথম প্রকাশ্যে আসে তখন জানা গিয়েছিল ছবির অনেকটা অংশের শুটিং হবে বিদেশে। কারণ রবিঠাকুরের ‘কাবুলিওয়ালা’ পড়লে, রহমতের দেশের বর্ণনা পড়লে চোখ বুজলেই সেই রুখা সুখা আফগানিস্তানের কথাই মনে পড়ে। তাই প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল যে, এই ছবির শুটিং সে দেশেই হবে। কেবল আফগানিস্তান নয়, তাজিকিস্তানেও শুটিং হবে বলে শোনা যায় তখন। কিন্তু বর্তমান রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে এটা সম্ভব নয়। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন ‘কাবুলিওয়ালা’ ছবির নির্মাতারা। তাই সব দিক বিবেচনা করে কার্গিলে ছবিটির বাকি অংশের শুটিং হবে বলে জানা গেছে। মিঠুন তার শরীরের কথা ভেবে বিদেশে গিয়ে কাজ করতেও বিশেষ আগ্রহী নন। এখনো ‘কাবুলিওয়ালা’র কলকাতা সিডিউলের শুটিং চলছে, সেপ্টেম্বরের শুরুর দিক থেকেই আউটডোর শুট শুরু হয়ে যাবে। শীতকালে মুক্তি পাবে এই ছবি। একদিকে মিঠুনের অভিনয়, অন্যদিকে কার্গিলের মতো লোকেশনে শুট সবটা মিলিয়ে যে জমজমাট একটা ছবি তৈরি হতে চলেছে এটি সেটার আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু খাতা-কলমে এটি ১৯৫৭ সালে তৈরি হওয়া ছবিটির থেকে কতটা আলাদা হলো, কেমন হলো সেটা সময়ই বলবে।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়