মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৫৬

আগের সংবাদ

ছাত্রলীগে এত আগাছা কেন : যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় তিন শতাধিক পদধারী বহিষ্কার

পরের সংবাদ

কলকাতার সিনেমায় কাজী নওশাবা

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কলকাতার সিনেমায় যোগ হলো বাংলাদেশের আরেক অভিনেত্রীর নাম। তিনি কাজী নওশাবা আহমেদ; কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে নওশাবা অভিনয় করবেন গোয়েন্দা গল্পের এক সিনেমায়। ভারতীয় গণমাধ্যম বলছে, পরিচালক অনীক দত্তের হাত ধরে কলাকাতার বাংলা সিনেমায় ফের নতুন গোয়েন্দা সিনেমার সংযোজন হতে চলেছে। সিনেমার নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’। সত্যজিৎ রায়ের কিংবদন্তি গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সীর’ পর আবীরকে এই সিনেমায় দেখা যাবে নতুন আরেকটি গোয়েন্দারূপে। তারই সঙ্গী হয়েছেন নওশাবা। কলকাতার সিনেমায় অভিনয়ের পথ দেখানো ঢাকেই অভিনেত্রীদের মধ্যে প্রথমেই আসে জয়া আহসানের নাম। এরপর নুসরত ফারিয়া, আজমেরী হক বাঁধনও কাজ করেছেন কলাকাতার নির্মাতাদের সিনেমা ও ওয়েব সিরিজে। তবে কলকাতার কোনো নির্মাতার সঙ্গে নওশাবার কাজ এই প্রথম নয়। এর আগে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র একটি সিরিজে পাওয়া যায় এই অভিনেত্রীকে। ওই সিরিয়ালে একেনবাবু ও তার দুই স্যাঙাতকে নিয়ে ঢাকায় এসে এক ব্যবসায়ী খুনের রহস্যের কূলকিনারা করতে নেমে যান। সেই ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রীর চরিত্রটি করেছিলেন নওশাবা। ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার যৌথ প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব পড়েছে দেবজ্যোতি মিশ্রর কাঁধে। কলকাতার নির্মাতারা সাধারণত বড় বাজেট এবং নামিদামি শিল্পীদের নিয়ে কোনো সিনেমায় হাত দিলে সেটি দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রাখেন। অনীক দত্তও তাই, আগামী বছরের পূজায় মুক্তি পাবে তার ‘যত কাণ্ড কলকাতাতেই’।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়