ময়মনসিংহে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

আগের সংবাদ

তফসিলের আগে নাশকতার ছক : বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ঢাকায় জমা করা হচ্ছে অবৈধ অত্যাধুনিক অস্ত্র

পরের সংবাদ

নারী বিশ্বকাপে আলো ছড়ালেন যারা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ইংল্যান্ডকে হারিয়ে গত রবিবার প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনের মেয়েরা। ৩২টি দেশ নিয়ে আয়োজিত নারী বিশ্বকাপের এবারের আসরে ৩টি গোল ও দুই অ্যাসিস্টে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন বার্সেলোনার স্পানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। সর্বোচ্চ গোল ঠেকিয়ে সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গøাভস পেয়েছেন ইংল্যান্ডের ম্যারি ইয়ার্পস। এছাড়া স্পেনকে ফাইনালে তুলতে বিশেষ অবদান রাখা আরেক বার্সেলোনা তারকা সালমা প্যারালোয়েলোর হাতে উঠেছে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন জাপানের হিনাতা মিয়াজাওয়া। ওলগা কারমোনার একমাত্র গোলে ইংলিশদের হারিয়ে নিজেদের মাত্র তৃতীয় বিশ্বকাপেই শিরোপার স্বাদ পেল লা রোজারা। আসরের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল অ্যাওয়ার্ড আদায় করে নিয়েছেন আইতানা বোনমাতি। সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি গোলের পাশাপাশি দুই গোলে সহায়তা করা বোনমাতি কোস্টারিকার বিপক্ষেও করেন একটি গোল। তবে গোল কিংবা অ্যাসিস্ট ছাড়াও পুরো টুর্নামেন্টেই বোনমাতির প্রভাব ছিল যথেষ্ট। পুরো টুর্নামেন্টে মাঝমাঠে উজ্জীবিত ফুটবল খেলেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ফাইনালের লড়াইয়ে গোল না পেলেও স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণে ছিলেন তিনিই। স্পেনকে রূপকথার গল্প লিখতে সবচেয়ে বেশি যিনি সাহায্য করেছেন, সেই বোনমাতিকে ব্যক্তিগত পুরস্কার নিয়ে প্রশ্ন করা হলেও স্বভাবতই তিনি উচ্ছ¡সিত ছিলেন বিশ্বকাপ জেতার আনন্দে। অ¤øমধুর যাত্রার কথা স্মরণ করে গোল্ডেন বল হাতে নিয়ে বোনমাতি হাঁপাতে হাঁপাতে বলেন, ‘আমি এখন আকাশে উড়ছি। বলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা সত্যি অবিশ্বাস্য।’ বিবিসি ওয়ানের সঙ্গে কথা বলার সময় বোনমাতি আরো বলেছেন, ‘আমি সত্যি গর্বিত, আমরা দারুণ একটি টুর্নামেন্ট কাটালাম। আমরা ভুগেছি। কিন্তু এটা উপভোগ করেছি এবং এটা আমাদের প্রাপ্য ছিল। বিশ্বকাপের আগে সবাই আমাদের লক্ষ্য সম্পর্কে জানতেন। গত এক বছরে আমরা অনেক কিছু নিয়ে কাজ করেছি এবং আমরা সবশেষে জিতেছি।’ তরুণ খেলোয়াড়দের মধ্যে সেরার পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী স্পেনের সালমা প্যারালোয়েলো। স্পেনের বিশ্বকাপ জয়ের পেছনে এই ১৯ বছর বয়সি ফরওয়ার্ডের অবদান অনস্বীকার্য। শেষ আটে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হয়ে মাঠে নেমে শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগেই স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন সালমা। এরপর সেমিতেও সুইডেনের বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোল করে দলকে ফাইনালে তোলেন। এই সালমার পরিচয় কেবল ফুটবলার নয়, তিনি একজন অ্যাথলেটিকসও। ২০১৯ সালে ইউরোপিয়ান ইয়ুথ সামার অলিম্পিকে ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জেতার রেকর্ডও রয়েছে এই তারকার নামে। এদিকে টুর্নামেন্টজুড়ে দারুণ খেলতে থাকা ইংলিশ গোলরক্ষক ম্যারি ইয়ার্পস বিশ্বকাপের শিরোপার লড়াইয়েও কয়েকটি গোল ঠেকিয়ে দলের জাল রক্ষা করেন।

:: রাফিদ বিন ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়