মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৬১

আগের সংবাদ

সমঝোতার কফিনে শেষ পেরেক : ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা রাজনীতিসহ পুরো সমাজব্যবস্থায় বিভাজন সৃষ্টি করেছে

পরের সংবাদ

৪ মডেল এবার প্রচ্ছদে

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আসছে সেপ্টেম্বর মানেই নিউইয়র্ক, প্যারিস, লন্ডন, মিলান এ অনুষ্ঠিত হয় স্প্রিং-সামার ফ্যাশন উইক। ফ্যাশন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই সেপ্টেম্বর মাসেই লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ আনতে যাচ্ছে চমকও। ৯০ দশকের চার সুপারমডেলকে নিয়ে সাজিয়েছে বিশেষ সংখ্যার কভার স্টোরি। এরা হলেন নাওমি ক্যাম্পবেল, সিনডি ক্রফোর্ড, লিন্ডা ইভাঞ্জেলিস্তা ও ক্রিস্টি টারলিংটন। তাদের একসঙ্গে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেল টিভি নির্মিত ‘দ্য সুপারমডেলস’ নামের একটি প্রামাণ্যচিত্রেও। এটি মুক্তি পাবে আগামী ২০ সেপ্টেম্বর। জানা যায়, ৯০ দশকে দাপটের সঙ্গে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছেন এই চার সুপারমডেল। ভারসাচি, মাইকেল কোরস, শ্যানেল, রালফ লরেন, ক্রিশ্চিয়ান ডিওরের মতো ফ্যাশন ব্র্যান্ডের মিউজ ও শো স্টপার হিসেবে তাদের দেখা যেতো। ফ্যাশন দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ আনা উইন্টরই এত বছর পর এই ব্যতিক্রমী উদ্যোগ হাতে নেন। উল্লেখ্য, ৩৩ বছর আগে এই চার মডেলকে ভোগের প্রচ্ছদে দেখা গিয়েছিল। তাদের সঙ্গে আরও ছিলেন আরেক সুপারমডেল তাতিয়ানা প্যাতিজ। এ বছরের জানুয়ারিতে মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। বেচে থাকলে তাকেও এদের সঙ্গে প্রচ্ছদে দেখা যেত। এই বিশেষ সংখ্যার কভার স্টোরিতে চার সুপারমডেল নিজেদের সেই সময়ের কথা স্মরণ করেছেন। ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শিরোনামের ভোগের প্রচ্ছদ স্টোরিতে সবার বর্তমান অবস্থার কথাও উঠে এসেছে। যেমন লিন্ডা ইভাঞ্জেলিস্তা জানিয়েছেন গত বছর ফ্যাট-ফ্রিজিং ট্রিটমেন্ট ও কুলস্ক্যাল্পটিং তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কতটা বাজে প্রভাব ফেলছে, সেই কাহিনি। নাওমি ক্যাম্পবেল ২০২১ ও ২০২৩ সালে দুই সন্তানের জননী হয়েছেন, সেই সঙ্গে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এখন তিনি ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্টিনো ও অফহোয়াইটের ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি নিয়মিত রানওয়েতে হাঁটছেন। অন্যদিকে সিনডি ক্রফোর্ড বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও মেধাবী মডেল কায়া গারবারের গর্বিত মা। ৫৪ বছর বয়স্ক ক্রিস্টি টারলিংটন আগের মতোই উজ্জ্বল এবং স্বাস্থ্যকর আছেন। ব্যস্ত থাকেন ফিটনেস, মেডিটেশন এসব নিয়ে। উল্লেখ্য, ভোগের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সেপ্টেম্বরের সংস্করণে একই সঙ্গে প্রকাশিত হবে এই বিশেষ কভার স্টোরি। এর ডিজিটাল সংস্করণ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়