‘নারীরা জায়েদ খানে আটকায়’ বলায় লিগ্যাল নোটিস

আগের সংবাদ

পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা : টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কন্যা হাসিনা-রেহানা

পরের সংবাদ

১৫ই আগস্ট

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

স্বাধীনতা সেদিন মুখ থুবড়ে পড়ে গেল।
একদল শকুনের লোভ ও নৃশংসতা গুঁড়িয়ে দিলো জাতির পিতাকে।
সেদিন ছিল ১৯৭৫, সেদিন ১৫ই আগস্ট।
ক্যালেন্ডারে আসে প্রতিবছর
১৫ই আগস্ট, এক ভয়ংকর পরাজয়ের কথা মনে করিয়ে দেয়।
পৃথিবীর বুকে জেগে ওঠে বিদ্রোহ, ফুঁসে ওঠে বঙ্গোপসাগরের সমস্ত জল!
কী করুণ আর্তনাদে কাঁদে নদী, কাঁদে শহীদের রক্তের দামে কেনা দেশ! এখনো ১৫ই আগস্ট এলে হাহাকারে মাতে আকাশ-বাতাস।

শকুনের দল অন্ধ ও বধির!
তাদের চোখ দেখেনি, কান কখনো শোনেনি কতটা ধ্বংস হলো, কতটা অন্ধকারে তলিয়ে গেলো একটি জাতির গর্ব!

হে জাতির পিতা, হে মহান! আপনার নিথর দেহ সেদিন আমাদেরকে দেখালো, নষ্ট কিছু মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা ঘাতক হতে পারে বিবেকের!
হে জাতির পিতা, আজও বুকে বাজে সিঁড়ি থেকে আপনার শরীরের পতনের করুণ আর্তনাদ!
এই মাটি, এই বাংলা, এই মুক্তাঙ্গনে আপনার চোখ থেকে খসে গেলো কালো ফ্রেমের চশমাটি।
আকাশ থেকে খসে পড়লো একটি উজ্জ্বল নক্ষত্র!

১৫ই আগস্ট এলে বুকে হাহাকার জাগে, আর কোনোদিন এমন মানুষ আসবে না ভবে।
যতদিন রবে বাংলাদেশ
ততদিন এর জল-হাওয়া
এই শোকে, এই বেদনায় কেঁদে আকুল হবে নীরবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়