পুলিশের কাজে বাধা : নুরের বিরুদ্ধে ডিবির মামলা

আগের সংবাদ

মই সরিয়ে নিচ্ছে বিদেশিরা! বিএনপির মূল দাবি ‘তত্ত্বাবধায়ক সরকার’ ইস্যুতে নীরব বিদেশি কূটনীতিকরা

পরের সংবাদ

আসছে ১২ নির্মাতার সিনেমা

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মিলে মোস্তফা সরয়ার ফারুকীর উদ্যোগে আসছে এই ‘মিনিস্ট্রি অব লাভ’। এর মধ্য দিয়ে ১২ জন নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হবে ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে। সিনেমার মধ্য দিয়ে ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে ১২ জন নির্মাতাকে নিয়ে গঠিত হলো এ ভালোবাসা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘শপথ’ নিয়েছেন এই নির্মাতারা, যারা এই মন্ত্রণালয়ের একেকজন মন্ত্রী হিসেবে সিনেমা নির্মাণের মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। তাদের সিনেমাগুলো আসবে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয় ১২ জন নির্মাতাকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ১২ জন নির্মাতার শপথ গ্রহণ। শপথ করান অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী আফজাল হোসেন। অনুষ্ঠানে আফজাল হোসেনকে পরিচয় করিয়ে দেয়া হয় ‘প্রেসিডেন্ট অব লাভ’ হিসেবে। ১২ সিনেমার মধ্যে ‘চিফ মিনিস্টার’ মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করবেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’। এছাড়া নির্মাতা রবিউল আলম ‘ফরগেট মি নট’, শিহাব শাহীন ‘কাছের মানুষ দূরে থুইয়া’, রেদওয়ান রনি ‘উঁকি’, আশফাক নিপুণ ‘উই নিড টু টক’, আবু শাহেদ ইমন ‘অবনী’, রায়হান রাফী ‘মুহাব্বাত’, শঙ্খ দাশগুপ্ত ও রাকা নোশিন নাওয়ার যৌথভাবে ‘ফিফটি ফিফটি’, আরিফুর রহমান ‘জুঁই’; রেজাউর রহমান ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ এবং অনম বিশ্বাস ‘শোল্ডার ম্যান’ নির্মাণ করবেন। ইতোমধ্যেই ফারুকীর একটি সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আরো তিনটি সিনেমার দৃশ্যধারণের কাজ শিগগিরই শুরু হবে। ঢাকার বাইরে অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে দৃশ্যধারণ হবে। প্রতি এক মাস বিরতি নিয়ে আগামী দুই বছরে এই ১২টি সিনেমা মুক্তি পাবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের ৮ বিভাগেই সিনেমার প্রিমিয়ার হবে, দেশজুড়ে সিনেমার প্রচারণা চলবে।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়