বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

আগের সংবাদ

পিছু হটলো হতচকিত বিএনপি : ক্ষুব্ধ বেশির ভাগ নেতাকর্মী সমর্থক ও সমমনারা > মাঠে ছিলেন না সিনিয়র নেতারা

পরের সংবাদ

থ্রিলার নিয়ে ফিরছেন ইয়ামি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। তার আগে টেলিভিশনে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। পাশাপাশি একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দেখা গিয়েছে ইয়ামিকে। ২০১২ সালে ‘ভিকি ডোনর’ ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির পরে দর্শক ও সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিল ওই ছবি। বক্স অফিসে ব্যবসার নিরিখেও ভালো ফল করেছিল সুজিত সরকার পরিচালিত ওই ছবি। তারপর গত ১১ বছরে একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন ইয়ামি। ‘বদলাপুর’, ‘বালা’, ‘কাবিল’, ‘সরকার ৩’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। তারপরও বলিউডে তেমনভাবে জমি শক্ত করতে পারেননি অভিনেত্রী। ২০২১ সালে ইয়ামি বিয়ে করেন পরিচালক আদিত্য ধরকে। আদিত্য পরিচালিত ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে কাজ করেছিলেন ইয়ামি। খবর, নিজের পরবর্তী ছবির জন্য আদিত্যর সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় আদিত্য ধর পরিচালিত ছবি ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। শোনা যায়, ওই ছবির শুটিং চলাকালীনই একে অপরের প্রেমে পড়েন আদিত্য ও ইয়ামি। ছবির মুক্তির বছর দুয়েক পরে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন যুগল। ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরে ‘ধুমধাম’ ছবির জন্যও আদিত্যর সঙ্গেই জুটি বেঁধেছেন ইয়ামি। ওই ছবিতে ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত অভিনেতা প্রতীক গান্ধীর সঙ্গে বিপরীতে দেখা যেতে চলেছে তাকে। ছবির পরিচালনায় ঋষভ শেঠ, প্রযোজনায় আদিত্য। আগামী কয়েক মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওই ছবি। এবার খবর, আদিত্যর সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন ইয়ামি। সেই ছবিতেও আদিত্যকে পরিচালকের বদলে প্রযোজকের ভূমিকাতেই দেখা যেতে চলেছে। শোনা যাচ্ছে, সত্য রাজনৈতিক ঘটনা অবলম্বনে একটি থ্রিলার ছবি বানাতে চলেছেন আদিত্য। ওই ছবিতেই দেখা যাবে ইয়ামিকে। আদিত্য প্রযোজিত ওই ছবির পরিচালনায় দায়িত্বে থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গোয়ার প্রখ্যাত পরিচালক আদিত্য সুহাস জাম্ভালে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ওই ছবির শুটিং।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়