জামায়াতে ইসলামী : রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার আবেদন শুনানি ৩১ জুলাই

আগের সংবাদ

ভোটের আমেজে তৃণমূলে ঈদ : শেখ হাসিনার বার্তা নিয়ে এলাকায় আ.লীগ নেতারা

পরের সংবাদ

রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: জুন ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, তেল, চিনি, সেমাই, আলু ও লবণ ইত্যাদি।
অনুষ্ঠানে আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘পবিত্র ঈদে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে গরিব দুঃখী মানুষের জন্য এটি বিজিবি সহায়তা মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে’। এ সময় রামগড় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিজিবির সদস্য, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়